• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গার্হস্থ্য হিংসার শিকার খলনায়িকা! দাম্পত্যের তিক্ত স্মৃতি নিয়ে অকপট উর্মির ‘মামণি’ নবনীতা

Published on:

Mamoni Nabonita Dey Chatterjee unknown story

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেত্রী নবনীতা দে চ্যাটার্জী (Nabonita Dey Chatterjee)। কিছুদিন আগেই জি বাংলার  (Zee Bangla) পর্দায় শেষ হয়েছে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’। এই সিরিয়ালে খলনায়িকা অর্থাৎ উর্মির মামণির চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন নবনীতা।

প্রসঙ্গত আগের সিরিয়ালে দাপুটে খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও নবনীতাকে এখন দেখা যাচ্ছে আদ্যোপান্ত সরল সাধাসিধে অত্যন্ত ঘরোয়া একজন মহিলার চরিত্রে। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রাঙা বৌ’ তে। এই সিরিয়ালে কুশের বড় বৌদির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নবনীতা দে চ্যাটার্জী,Nabonita Dey Chatterjee,জি বাংলা,Zee Bangla,এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,মামণি,Mamoni,খলনায়িকা,Villainএমনিতে অনেকেই জানেন জনপ্রিয় টেলি অভিনেতা রাজা চ্যাটার্জীর (Raja Chatterjee) সাথে নবনীতার সুখী দাম্পত্য জীবনের কথা। তবে অনেকেই হয়তো জানেন না বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীর জীবন মোড়া কঠিন সংগ্রামে। এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের শুরুর দিকে একবার এই সিরিয়ালের প্রমোশন করতে সমস্ত কলা কুশলীদের সাথে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন এই অভিনেত্রী।Nabonita Dey Chatterjee Raja Chatterjee Didi No 1

সেখানেই তিনি জানান তাঁর অসুখী দাম্পত্য জীবনের কথা। জানা যায় রাজার আগে আরও একজনের সাথে বিয়ে হয়েছিল নবনীতার। সেই প্রথম পক্ষের তরফেই এক মেয়ে রয়েছে অভিনেত্রীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে নবনীতা বলছেন আগের দাম্পত্য জীবনে তিনি শুধু দোষারোপই শুনে গিয়েছেন।

এমনকি সেই পরিস্থিতিতে তিনি পাশে পাননি তাঁর শশুড়বাড়ির লোকেদেরও। অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এদিন চোখে জল চলে আসে অভিনেত্রীর। তবে আগের জীবনের খারাপ অভিজ্ঞতা থেকে বেরিয়ে নবনীতা এখন নিজের মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তাঁর বর্তমান স্বামী তথা অভিনেতা রাজা চ্যাটার্জীর সাথে।

মেয়ের সাথে নাকি ভালো বন্ধুত্বও হয়েছে তাঁর বর্তমান স্বামীর। পুরোনোনো সেই ভিডিওতে দেখা গিয়েছে বর্তমান স্বামীর প্রশংসা করে নবনীতা বলেছেন রাজা তাঁকে খুব সাপোর্ট করেন। তখনই মঞ্চে উপস্থিত অন্যান্য সহ অভিনেত্রীরা বিশেষ করে অভিনেত্রী মানসী সিনহা বলেন ‘খুব ভালো আমরা সবাই চিনি’। যা শুনে খুশি হয়ে যান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥