• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিরবে স্মৃতি, দোলেই এক হবে মিঠাই-সিদ্ধার্থ! রইল মিঠাইয়ের ‘হোলি স্পেশাল’ পর্বের আগাম ঝলক

Published on:

Mithai Serial viewers predict mithai memory will come back on Holi Special episode

সিরিয়াল প্রেমীদের পছন্দের বাংলা সিরিয়াল (Bengali Serial) বলতে প্রথমেই আসে একটাই নাম তা হল ‘মিঠাই’ (Mithai)। বিগত ২ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মনের সিংহাসনে রাজ করছে জি বাংলার (Zee Bnagla) এই জনপ্রিয় সিরিয়াল। শুরু থেকেই মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিদ্ধার্থ চরিত্রে আদৃত রায়ের (Adrit Roy) অভিনয় পাকাপাকি ভাবেই জায়গা করে নিয়েছে দর্শকমহলে।

দর্শকরা তাঁদের জুটিকে ভালোবেসে নাম দিয়েছেন ‘সিধাই’ (Sidhai)। এই সিরিয়ালের প্রত্যেক সদস্যদের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে দর্শকদের আবেগ। তাই সময়ের সাথে সিরিয়ালের টি আর পি কমলেও আজ অবধি এই সিরিয়ালের জনপ্রিয়তার ধরে কাছে ঘেঁষতে পারেনি কেউ।

Sidhartha copy Mithai viral video

বিশেষ করে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো সিরিয়াল হয়েও যেভাবে নতুন সিরিয়ালের ভীড়ে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে মিঠাই তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন সময়ের সাথে এখন বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের গল্প। সিড মিঠাইয়ের জীবনে এখন যোগ হয়েছে দুই খুদে সদস্য শাক্য আর তার বোন মিষ্টি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,জি বাংলা,Zee Bnagla,সিদ্ধার্থ,Sidhartha,নতুন প্রোমো,New Promo,হোলি স্পেশাল,Holi Special,দর্শকদের অনুমান,Audience Prediction

তবে কয়েকবছর আগে কারখানায় ঘটে যাওয়া দুর্ঘটনার পর এখন আর কিছুই মনে নেই মিঠাইয়ের। স্মৃতি হারিয়ে সে এখন শুধুই মিষ্টির মা। কিন্তু উচ্ছেবাবু আর হল্লা পার্টি এত সহজে হার মানবে না। তাই তাঁরা মুড়িয়ে হয়ে চেষ্টা চালাচ্ছে মিঠাইরানির স্মৃতি ফিরিয়ে আনার। এরইমধ্যে দেখতে দেখতে এসে গিয়েছে দোল উৎসব।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,জি বাংলা,Zee Bnagla,সিদ্ধার্থ,Sidhartha,নতুন প্রোমো,New Promo,হোলি স্পেশাল,Holi Special,দর্শকদের অনুমান,Audience Prediction

প্রতি বছর মিঠাইতে বেশ ধুমধাম করেই পালন করা হয় এই রঙের উৎসব। ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে অন্যান্য সিরিয়ালের হোলি স্পেশাল প্রমো। তাই এবার মিঠাই ভক্তরাও মনে করছেন খুব তাড়াতাড়ি মিঠাইয়ের হোলি স্পেশাল নতুন প্রোমো প্রকাশ্যে আসবে। আর এই প্রোমোতেই সম্ভবত দেখা যাবে স্মৃতি ফিরে আসবে মিঠাইয়ের।

যার ফলে এই হোলিতেই আবার এক হবে দর্শকদের প্রিয় জুটি মিঠাই সিদ্ধার্থ।  তবে সবটাই কিন্তু দর্শকদের অনুমান। এখনও পর্যন্ত এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট কিছুই জানানো হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥