বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) পাশাপাশি তাঁর স্ত্রী গৌরী (Gauri Khan) এবং ছেলেমেয়েদের নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগে থাকে। শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন ‘কিং খান’এর দুই সন্তান আরিয়ান এবং সুহানা। তবে এবার অবশ্য তাঁরা নয়, বরং সংবাদের শিরোনামে উঠে এসেছেন তাঁদের মা গৌরী। সৌজন্যে একটি ময়লার বালতি (Dustbin)!
শাহরুখের স্ত্রী গৌরী একজন নামকরা অন্দরসজ্জা শিল্পী তথা ইন্টেরিয়র ডেকোরেটর। বি টাউনের তারকা থেকে শুরু করে দেশের একাধিক নামজাদা ব্যক্তিত্বদের বাড়ি-অফিস সাজান তিনি। কয়েকদিন আগেই বিশ্বাসভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। সেই চর্চা থামতে না থামতেই নিজের ডিজাইন করা বহুমূল্য ময়লা ফেলার ডাস্টবিনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন গৌরী।
শাহরুখ পত্নীর নিজস্ব ডিজাইন করা নানান অন্দরসজ্জা সামগ্রী বিক্রি করার একটি সংস্থা রয়েছে। আকাশছোঁয়া দামে (Price) প্রত্যেকটি জিনিস বিক্রি করেন গৌরী। এবার তা নিয়েই সরব হয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় (Social media) তুমুল ট্রোল (Troll) হচ্ছেন তিনি।
সম্প্রতি একজন নেটাগরিক গৌরীর ডিজাইন করা ডাস্টবিনের ছবি ও তার মূল্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সামান্য একটি ময়লা ফেলার ডাস্টবিন ১৫ হাজার তাকায় বিক্রি করছেন গৌরী। ব্যস, তা দেখেই একের পর এক তির্যক মন্তব্য করতে শুরু করেন নেটাগরিকরা।
একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘আরে ভাই, এই ডাস্টবিনের ডিজাইন তৈরি করতে প্রচুর সময় লেগেছে, অনেক সাধনা করে এই ডিজাইন তৈরি করেছেন গৌরী। তাই এমন দাম তো হবেই’। আর একজন আবার লিখেছেন, ‘আমার বাড়িতে যে ৫০০ টাকার নোটগুলি কুচিয়ে রাখা আছে সেটা ফেলার জন্য অবশেষে একটি মনের মতো ডাস্টবিন পেলাম। ধন্যবাদ গৌরী’।
সপ্তাহ খানেক আগে যখন গৌরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিতি নাকি নিজেকে সুন্দর দেখানোর জন্য মেক আপের পাশাপাশি এডিটিংয়েরও সাহায্য নেন। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই সময়ও ব্যাপক ট্রোল হয়েছিলেন শাহরুখ পত্নী। তবে এত ট্রোল হলেও কোনও বারই নিন্দুকদের জবাব দেননি তিনি।