• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে শেষ হলেই পরকীয়া শুরু হবে! ঝোড়া-মহার্ঘ্যর বিয়ে দেখেই ভবিষ্যৎবাণী দর্শকদের

কিছুদিন আগেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে একেবারে আনকোরা নতুন সিরিয়াল ‘বালিঝড়’ (Balijhor)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির (Leena Ganguly) লেখা তারকাখচিত এই নতুন সিরিয়ালে রয়েছেন জোড়া নায়ক স্রোত আর মহার্ঘ্য। আর তাঁদের একমাত্র নায়িকা ঝোড়া। চেনা চরিত্রদের নতুন রূপে তুলে ধরা হয়েছে এই কাহিনীতে।

তাই ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হচ্ছে ত্রিকোণ প্রেমের গল্প। প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরেই অনুরাগীরা আরও একবার ফিরে পেয়েছেন ছোট পর্দার গুনগুন সৌজন্য জুটিকে। নতুন এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন ধারাবাহিকের ঝোড়া চরিত্রে অভিনয় করেছেন গুনগুন অভিনেত্রী তৃণা সাহা । অন্যদিকে মহার্ঘ্য চরিত্র দেখা যাচ্ছে সৌজন্যে অভিনেতা কৌশিক রায়কে।

   

Balijhor Jhora Moharghya marriage

এছাড়াও ধারাবাহিকে নায়ক স্রোতের চরিত্রে অভিনয় করছেন ‘ধুলোকণা’র লালন অভিনেতা ইন্দ্রাশিষ রায়। প্লট অনুযায়ী দেখা যাচ্ছে ধারাবাহিকটি  রাজনৈতিক প্রেক্ষাপটের ওপরে তৈরি  হয়েছে। নায়িকা ঝোড়া ভালোবাসে স্রোতকে। কিন্তু তার বাবা তথা নামকরা মন্ত্রী সমুদ্র সেন মেয়ে ঝোড়ার সাথে বিয়ে দিতে চায় সহযোগী মহার্ঘ্যের।

Balijhor Jhora Moharghya marriage

কিন্তু ঝোড়া আগেই মুখের ওপরে তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে স্রোতকে ভালবাসে। তাই সে বিয়ে করলে স্রোতকেই বিয়ে করবে। কিন্তু তারপরেও সব জেনেও মেয়েকে একপ্রকার জোর করেই মহার্ঘ্যর সাথে বিয়ে দিচ্ছে বাবা। তাই বাবার মুখ রক্ষা করতে ঝোড়া মহার্ঘ্যর গলায় মালা দিয়েছে ঠিকই কিন্তু এদিন সে স্রোতকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এভাবেই তাকে আজীবন মনে মনে ভালোবেসে যাবে।

আর সবটা জেনে মহার্ঘ্যও ঝোড়াকে কথা দিয়েছে তার সাথে বিয়ে হলেও বিয়ের পর সে নিজে তাকে ডিভোর্স দিয়ে স্রোতের সাথেই তার আবার বিয়ে দেবে। অন্যদিকে স্রোতকেও মহার্ঘ্য বলেছে তার ওপর ভরসা রাখতে কারণ আজ সে যা পাচ্ছে না একদিন তার কাছে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁর। তবে এদিন মহার্ঘ্য আর ঝোড়ার মালাবদল দেখে দর্শকদের মনে পড়ে গিয়েছে খড়কুটোর গুনগুন সৌজন্য জুটির পুরনো রসায়ন।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,বালিঝড়,Balijhor,ঝোড়া,Jhora,স্রোত,Srot,মহার্ঘ্য,Moharghya,বিয়ে,Marriage,Jhora Moharghya Wedding,Balijhor Wedding

তবে বালিঝড় জোড়া স্রোত আলাদা হয়ে যাওয়ায় মোটেই খুশি নন দর্শকদের একটা বড় অংশ। তাই একজন অনুরাগী লিখেছেন ‘বাস্তব কাহিনি। যারা ঝোরা মহার্ঘ্য বিয়ে নিয়ে খুব খুশি, তারা কী কখনো পারতেন নিজের ভালোবাসার মানুষ কে ছেরে অন্য একটা ছেলে কে বিয়ে করতে’?এটা সিরিয়াল বলেই সম্ভব।

তবে সিরিয়াল হক যাই হক এভাবেই হাজারও ভালোবাসা টাকা আর ক্ষমতার কাছে শেষ হয়ে যায়।
যারা স্রোত কে ভুল বুঝতেছেন তারা একবার স্রোত এর জায়গাই নিজেকে বসিয়ে দেখুন।  মুখে বললেই সব কিছু হয়না,বাস্তবতা অনেক কঠিন’।

site