শুরু থেকেই গুড্ডি-অনুজ শিরিনের (Guddi-Anuj-Shirin) ত্রিকোণ প্রেমের কাহিনী দেখিয়ে স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত একটি সিরিয়াল হয়ে উঠেছে গুড্ডি (Guddi)। লীনা গাঙ্গুলির লেখা এই জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) নিয়ে দর্শকমহলে চর্চার শেষ নেই।
নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin) সাথে নায়ক অনুজের খোলামেলা ত্রিকোণ প্রেম থেকে পরকীয়া (Extra Marital Affair) দেখে দর্শকরা এতটাই বিরক্ত ছিলেন যে একসময় সিরিয়াল বয়কট করার পাশাপাশি সিরিয়ালের নাম পাল্টে ‘পরকীয়ার হাড্ডি’ করারও দাবি তোলেন দর্শকদের একটা বড় অংশ।
সব মিলিয়ে একটা সময় এই সিরিয়াল নিয়ে বিশেষ করে সিরিয়ালের নায়ক অনুজকে নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। দেখতে দেখতে বাংলা সিরিয়ালের ইতিহাসে অন্যতম চর্চিত একটি পুরুষ চরিত্র হয়ে হতে এই সিরিয়ালের অনুজ। কিন্তু লাগাতার দর্শকদের কটাক্ষের মুখে পড়ে অবশেষে বাধ্য গল্পের গতিপথ বদলে ফেলেন লেখিকা।
তাই একসময় বেশ কায়দা করেই গুড্ডির জীবনে এন্ট্রি নেয় নতুন নায়ক যুধাজিৎ। যে আবার সম্পর্কে গুড্ডির প্রাক্তন স্বামী অনুজের খুড়তুতো দাদা হয়। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ইতিপূর্বে যুধাজিতের সাথে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছেও অনুজের জন্যই নানাভাবে নানা অজুহাতে যুধাজিতের সাথে বিয়ের নানান নিয়ম কানুন এড়িয়ে গিয়েছিল গুড্ডি।
আর এবার দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সদ্য প্রকাশ্যে এসেছে গুড্ডি যুধাজিৎএর বিয়ের পর্বের একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে গলায় রজনীগন্ধার মালা পরনে টুকটুকে লাল বেনারসি মাথায় টোপর পরে একগাল হাসি নিয়েই এবার যুধাজিৎএর সাথে বিয়ের মণ্ডপে গুড্ডি। পাশেই একটু দূরে শিরিন আর অনুজ। এদিন যখন গুড্ডি যুধাজিতের যখন শুভদৃষ্টি হচ্ছিল তখন শিরিনের কথায় সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দিও করতে দেখা গেল অনুজকে।