শুরু থেকেই স্টার জলসার (Star Jalsha) প্রথমসারির সিরিয়ালগুলির তালিকায় প্রথমেই রয়েছে ‘গাঁটছড়া’ (Gantchora)। একসময় টিআরপিতে ভালো স্কোর করার সুবাদে জিতেছে বেঙ্গল টপারের সেরার শিরোপা। তবে বেশ কিছুদিন হল ভালোই নম্বর কমেছে এই সিরিয়ালের। তাই দর্শক টানতে সদ্য সিরিয়ালে এসেছে নতুন মোড়। এমনিতে এই ধারাবাহিকের মূল নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়ি (Ridhi-Khori)।
প্রসঙ্গত এই সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তাঁরা জানেন প্লট অনুযায়ী বেশ কিছুদিন ধারাবাহিকে দেখা যায়নি খড়ি চরিত্রটিকে। সিংহরায়দের সবচেয়ে বড় শত্রু দেবাংশু সিংহরায়ের ষড়যন্ত্রে নিজের স্মৃতি হারিয়েছে খড়ি। কিন্তু এতদিন সবাই জানত দেবীপুরের জঙ্গলে অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়েই মৃত্যু হয়েছে খড়ির।
তাই সেইসময় মেজদি খড়ির অপরাধীদের ধরতে দিন রাত এক করে পরিশ্রম করে বড় পুলিশ অফিসার হয়ে বনি। বয়েজ কত চুল ঢিলে ঢালা শার্ট পরে থাকা বাউন্ডুলে বনি এখন অতীত। পুরনো খোলস পাল্টে বন্দুক হাতে পুলিশের চাকরি সামলানোর পাশাপাশি বাড়িতে সালোয়ার কামিজ পরে একেবারে অন্যরকম লাগে বনিকে।
এরইমধ্যে সদ্য ধারাবাহিকে দেখা গিয়েছে বনির মা কুনালের মা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দোল খেলার পরের দিনেই যখন কুনালের সাথে অন্য কারও বিয়ে হবে সেই দিনেই নিজের মেয়ে বনিকে তিনিও অন্য কোনো বড়লোক পাত্রের সাথে বিয়ে দেবেন। আর সদ্য দেখা গিয়েছে মায়ের আবদার রাখতে ইতিমধ্যেই বেশ কয়েকজন পাত্রের সামনে সেজেগুজে বসেছে বনি।
পরনে শাড়ি, কপালে টিপ, হাতে চুরি, গলায় হার আর লম্বা চুলে বনিকে দেখতে কোনো অপ্সরা থেকে কোনো অংশে কম লাগছিল না। গাঁটছড়ায় এই প্রথম বনিকে এতো সুন্দর একটা লুক দেওয়ায় বেজায় খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। সকলেই বলছেন বনির সাজে অনুষ্কার এই নতুন লুক দেখে সত্যিই চোখ ফেরানো দায়।