• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উড়ন্ত সিঁদুর-মালা অতীত! সিঁথিতে ‘লাল ওষুধ’ দিয়ে পঞ্চমীকে বিয়ে করল কিঞ্জল

সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) পর্দায় দর্শকদের পছন্দের তালিকায় থাকা অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হয়ে উঠেছে ‘পঞ্চমী’ (Panchami)। টিভির পর্দায় নতুন এই সিরিয়ালের (New Serial) বয়স বেশিদিন না হলেও সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে একেবারে আলাদা নাগ-নাগিনীর অলৌকিক এই কাহিনী শুরু থেকেই দর্শকমহলে তৈরী করেছে ব্যাপক উন্মাদনা।

নতুন এই সিরিয়ালে আরও একবার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। আর তাঁর  বিপরীতে নায়ক কিঞ্জলের (Kinjol) চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত কে (Rajdeep Gupta)।

   

Panchami becoming snake

প্রসঙ্গত এই সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তাঁরা সকলেই জানেন সিরিয়ালের নায়িকা পঞ্চমী একজন ইচ্ছাধারী  নাগিন। যদিও প্রথমদিকে সে নিজের আসল পরিচয় সম্বন্ধে জানত না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই এক পূর্ণিমার রাতে পরিষ্কার হয়ে যায় সবটা। পঞ্চমী জানতে পারে নিজের আসল পরিচয়।

Sushmita Dey opens up about her new serial Panchami

এরইমধ্যে কিছুদিন আগেই ধারাবাহিকে কালনাগিনী (Kalnagini) রূপে এন্ট্রি হয়েছে পঞ্চমীর সবচেয়ে বড় শত্রুর।ধারাবাহিকে এই কালনাগিনীর চরিত্রে অভিনয় করছেন জি বাংলার উমা খ্যাত শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)। ইতিমধ্যেই দেখা গিয়েছে কিঞ্জলের সাথে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছেছে কালনাগিনী।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Panchami,পঞ্চমী,Red Medicine,লাল ওষুধ,Marriage,বিয়ে,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া
এরইমধ্যে জানা যাচ্ছে  ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের সেই পর্ব নিয়ে শুরু হয়েছে তুমুল হাসাহাসি। আসলে প্রত্যেক বাংলা সিরিয়ালেই বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্র্যাক। এই বিয়েকে ঘিরেই টি আর পি বাড়ে তড়তড়িয়ে। তাই বিয়েতে নতুনত্ব আন্তে খামতি রাখেন না নির্মাতারা।
Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Panchami,পঞ্চমী,Red Medicine,লাল ওষুধ,Marriage,বিয়ে,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া
পঞ্চমীও তার ব্যতিক্রম নয়। উড়ন্ত মালা কিংবা লিপস্টিক সিঁদুর সব কিছুকে চাপিয়ে গিয়ে এই সিরিয়ালের নায়ক কিঞ্জল এবার নায়িকা পঞ্চমীকে সিঁদুর পড়াল লাল ওষুধ দিয়ে। যা দেখে ট্রোল করে এক নেটিজেন লিখেছেন  ‘পঞ্চমী কপাল (সিঁথি) কেটে যাওয়ায় কিঞ্জল লাল ওষুধ দিয়ে দেয় ওর সিঁথিতে।  আর তখনই চারিদিকে বেজে ওঠে শঙ্খধ্বনি, শোনা যায় মন্ত্র। তবে কি লাল ওষুধ দিয়েই বিবাহ সম্পন্ন হলো পঞ্চু – কিঞ্জুর’।
site