• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিং ফ্লোরে দুর্ঘটনা, বুকের হাড় ভাঙল অমিতাভ বচ্চনের! চিন্তায় ‘বিগ বি’ ভক্তরা

Published on:

Amitabh Bachchan got injured during Project K shooting in Hyderabad

বলিউডের (Bollywood) ‘শেহেনশাহ’ তিনি। ৮০ বছর বয়স হয়ে গেলেও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) চুটিয়ে কাজ করছেন। অভিনয় থেকে বিরতি নেওয়ার কোনও পরিকল্পনাই নেই তাঁর। নায়ক হিসেবে কেরিয়ার শুরু করলেও এখন পার্শ্বচরিত্রে দর্শকমন জয় করছেন ‘বিগ বি’। তবে সম্প্রতি এই অভিনেতাই শ্যুটিং সেটে গুরুতর আহত (Injured) হয়েছেন। সেই খবর জানাজানি হওয়ার পর চিন্তায় পড়েছে অনুরাগীরা।

বি টাউনের ‘শেহেনশাহ’কে এরপর প্রভাস-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘প্রোজেক্ট কে’তে দেখা যাবে। জোরকদমে চলছে এই ছবির কাজ। হায়দ্রাবাদে চলছিল ‘প্রোজেক্ট কে’র (Project K) শ্যুটিং। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় (Shooting) করার সময় গুরুতর আহত হন অমিতাভ। সম্প্রতি নিজের ব্লগে (Blog) সেই খবর জানিয়েছেন অভিনেতা নিজে।

Amitabh Bachchan, Amitabh Bachchan injured

‘বিগ বি’ নিজের ব্লগে জানিয়েছেন, ‘প্রোজেক্ট কে’র শ্যুটিংয়ের সময় চোট পেয়েছেন তিনি। সেই জন্য চিকিৎসকের পরামর্শ মতো এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি। পাশাপাশি এও জানান, তাঁর চোটের কারণে বন্ধ করতে হয়েছে ছবির শ্যুটিং।

অমিতাভ ব্লগে লিখেছেন, ‘হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট কে’র শ্যুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আমি আহত হয়েছি। বুকের একটি হাড় ভেঙেছে এবং বুকের ডানদিনের পাঁজরের একটি মাসল ছিঁড়ে গিয়েছে। শ্যুটিং বাতিল করতে হয়। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছি, চিকিৎসকের পরামর্শ নিয়েছি এবং বাড়ি ফিরে এসেছি’।

Amitabh Bachchan, Amitabh Bachchan injured, Amitabh Bachchan injury

অমিতাভের সংযোজন, ‘স্ট্র্যাপিং হয়ে গিয়েছে এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাঁ, ব্যথা হচ্ছে। নড়াচড়া করতে এবং শ্বাস নেওয়ার সময় ব্যথা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সব কিছু ঠিক হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ব্যথা কমানোর জন্য বেশ কিছু ওষুধও চলছে’।

সবশেষে ‘বিগ বি’ জানান, তিনি আহত হওয়ার কারণে বাতিল করতে হয়েছে ‘প্রোজেক্ট কে’র শ্যুটিং। তিনি সুস্থ না হওয়া অবধি বন্ধ থাকবে ছবির শ্যুটিং। পাশাপাশি এও জানিয়েছেন, অসুস্থতার কারণে প্রত্যেক সপ্তাহের মতো জলসার বাইরে এসে অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারবেন না তিনি। সেই জন্য আগেভাগেই সকলকে বাড়ির বাইরে আসতে নিষেধ করে দেন অমিতাভ। অসুস্থতার মধ্যেও অনুরাগীদের কথা কিন্তু ভোলেননি বি টাউনের ‘শেহেনশাহ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥