এই মুহূর্তে বিনোদন দুনিয়ার জনপ্রিয় তারকাদের নামের তালিকা প্রস্তুত করা হলে সেখানে নিঃসন্দেহে স্থান করে নেবেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ (Ram Charan)। এস এস রাজামৌলী পরিচালিত ব্লকবাস্টার ‘আরআরআর’এর পর থেকে অভিনেতার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। শুধুমাত্র ভারতে নয়, বিদেশেও অসংখ্য অনুরাগী হয়েছে তাঁর। শীঘ্রই এই সাউথ সুপারস্টার বাবা হতে চলেছেন। তবে শোনা যাচ্ছে, ভারত ছেড়ে বিদেশে প্রথম সন্তানের (Child) জন্ম দেবেন অভিনেতা।
গত কয়েক দিন ধরেই সংবাদমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতে (India) নয়, বরং আমেরিকায় (America) সন্তানের জন্ম দেবেন রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা কামিনেনী (Upasana Kamineni)। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ভারতে এত ভালো ভালো চিকিৎসক, হাসপাতাল থাকা সত্ত্বেও কেন বিদেশে সন্তানের জন্ম দেবেন (Deliver) তারকা? অবশেষে এই নিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী নিজে।
আসলে সম্প্রতি যুক্তরাজ্যের জনপ্রিয় টক শো ‘গুড মর্নিং আমেরিকা’য় গিয়েছিলেন ‘আরআরআর’ অভিনেতা। সেখানে গিয়ে চিকিৎসক জেনিফার অ্যাস্টনের কন্ট্যাক্ট নম্বর চান রাম চরণ। অভিনেতা বলেছিলেন, ‘আপনার সঙ্গে আলাপ হয়ে দারুণ লাগছে। আমি আপনার নম্বর নিয়ে রাখলাম। আমার স্ত্রী কিছু সময়ের মধ্যেই আমেরিকায় আসবে’।
এরপর থেকেই গুঞ্জন শুরু হয় রাম চরণ ও উপাসনা নাকি তাঁদের সন্তানের জন্ম আমেরিকায় দিতে চলেছেন। শেষে বাধ্য হয়ে এই বিষয়ে মুখ খোলেন অভিনেতার স্ত্রী নিজে। উপাসনা টুইট করেন, ‘ডক্টর জেন অ্যাস্টন আপনি খুব ভালো। আমি আপনার সঙ্গে আলাপ হওয়ার অপেক্ষায় রয়েছি। ভারতে অ্যাপোলো হসপিটাল ইন্ডিয়ার পরিবারে ডক্টর সুমনা মনোহর এবং ডক্টর রুমা সিনহার সঙ্গে আমাদের সন্তানের ডেলিভারিতে আপনিও শামিল হন’।
উপাসনার সংযোজন, ‘আমি নিজের প্রথম সন্তানের জন্ম ভারতে দেওয়ার জন্য এক্সাইটেড। অ্যাপোলো হাসপাতালের বিশ্বমানের গাইনোকলজি টিমে ডক্টর সুমনা মনোহর, ডক্টর রুমা সিনহা এবং ‘গুড মর্নিং আমেরিকা’র ডক্টর জেনিফার অ্যাস্টন রয়েছেন। এই সফর আমাদের জন্য একটি উত্তেজক অভিজ্ঞতা নিয়ে এসেছে এবং আমরা অনেক আশার সঙ্গে জীবনের এই অধ্যায়ের অপেক্ষা করছি’।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালের ডিসেম্বর মাসে উপাসনার সঙ্গে আংটি বদল সেরেছিলেন রাম চরণ। এরপর ২০১২ সালের ১৪ জুন গাঁটছড়া বাঁধেন তাঁরা। একসঙ্গে প্রায় ১১ বছর সংসার করার পর তাঁদের সংসারে আসতে চলেছে খুদে সদস্য। আপাতত সন্তানের অপেক্ষাতেই দিন গুনছেন রাম চরণ, উপাসনা সহ তাঁদের সম্পূর্ণ পরিবার।