বলিউড (Bollywood) সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) এখন ‘ফ্লপস্টার’ হয়ে গিয়েছেন। না, এমনটা আমরা নয়, নেটিজেনরা বলছেন। ব্যাক টু ব্যাক ৫টি ফ্লপের পর রীতিমতো ল্যাজেগোবরে দশা হয়েছে অভিনেতার। কেউ কেউ এও বলছেন, অক্ষয়ের কেরিয়ার শেষ! তবে বি টাউনের ‘খিলাড়ি’ হার মানতে নারাজ। যেন তেন প্রকারেণ তিনি দর্শকদের মন জয় করতে মরিয়া।
অক্ষয় বহুবার বলেছেন, তাঁর কাছে দর্শকরাই হলেন ভগবান। আর সেই জন্য একের পর এক সিনেমা ফ্লপের হতাশা ঝেড়ে ফেলে তিনি নতুন উদ্যমে দর্শকদের মন জয় করতে নেমে পড়েছেন। আর সেই মন জয় করতে গিয়েই আক্কি এমন এক কাণ্ড ঘটিয়েছেন যার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral) হয়ে গিয়েছে নেটপাড়ায়। বলিউড সুপারস্টারের কীর্তি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
অক্ষয় এই মুহূর্তে ‘দ্য এন্টারটেনার্স’ (The Entertainers) সফরে রয়েছেন। সম্প্রতি অ্যাটলান্টায় অনুষ্ঠান ছিল অভিনেতার। আর সেখানেই প্যান্ট-শার্ট ছেড়ে লেহেঙ্গা (Lehenga) পরে নেচে মঞ্চ মাতালেন অভিনেতা। নোরা ফাতেহির (Nora Fatehi) সঙ্গে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। কালো ব্লেজার এবং লাল রঙের লেহেঙ্গা পরে অক্ষয়ের নাচের ভিডিও এখন ঘোরাফেরা করছে সমাজমাধ্যমে।
ভাইরাল সেই ভিডিওয় দেখা যাচ্ছে, গান শুরু হওয়া মাত্রই মঞ্চে অক্ষয়ের সঙ্গে যোগ দেন নোরা। অভিনেত্রী পরেছিলেন লাল রঙের একটি ব্লাউজ ও শর্টস। ‘দিলবার গার্ল’ পাশে এসে দাঁড়ানো মাত্রই নিজের লেহেঙ্গা খুলে ফেলেন অক্ষয়। লেহেঙ্গার নীচে অভিনেতা অবশ্য কালো রঙের একটি প্যান্ট পরে ছিলেন। এরপরই শুরু হয় দু’জনের উদ্দাম নাচ।
নব্বইয়ের দশকে অক্ষয়ের অন্যতম হিট ছবি ছিল ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। এই ছবিতে অভিনয়ের পরই ‘খিলাড়ি’ নামে পরিচিতি তৈরি হয় অভিনেতার। সম্প্রতি অক্ষয়, ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’ ছবিতেও ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র রিমিক্স ভার্সন ব্যবহার করা হয়েছে।
View this post on Instagram
মার্চ মাসে অক্ষয় উত্তর আমেরিকায় বেশ কয়েকটি শো করবেন। যদিও তিনি একা নন, তাঁর সঙ্গে থাকবে তাঁর ‘দ্য এন্টারটেনার্স’ টিম। এই দলে রয়েছেন অপারশক্তি খুরানা, দিশা পাটানি, মৌনী রায়, নোরা ফাতেহি, সোনম বাজওয়ার মতো শিল্পীরা। পাশাপাশি স্টেবিন বেন, জ্যাসলিন রয়্যালের মতো সঙ্গীতশিল্পীরাও রয়েছেন অক্ষয়ের দলে। ডালাস, ওকল্যান্ডের মতো জায়গায় পারফর্ম করবে ‘দ্য এন্টারটেনার্স’ টিম। নিউ জার্সিতেও অনুষ্ঠান করার কথা ছিল অক্ষয়দের। কিন্তু টিকিটের তেমন চাহিদা না থাকায় সেই অনুষ্ঠান বাতিল করা হয়।