• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোথাও গিয়ে বর পায় না! ইচ্ছে পুতুলের ‘ময়ুরী’ শ্বেতাকে নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়

Published on:

Gossip on Iccheputul actress Sweta Mishra

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন শ্বেতা মিশ্র (Sweta Mishra)। ছোটপর্দার অত্যন্ত সুন্দরী খলনায়িকা (Villain) তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় নতুন সিরিয়াল ‘ইচ্ছেপুতুল’এ (Iccheputul)।

এই সিরিয়ালের আগে স্টার জলসায় লীনা গাঙ্গুলির লেখা ‘ধুলোকণা’ (Dhulokona) সিরিয়ালের চড়ুইয়ের (Chorui) চরিত্রে অভিনয় করেও দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন শ্বেতা। একটা সময় টিভির পর্দায় চড়ুইয়ের গা জ্বালানো সংলাপ শুনলেই সোশ্যাল মিডিয়ার পাতায় তাঁর ওপরে একেবারে ক্ষোভ উগরে দিতেন দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ইচ্ছেপুতুল,Iccheputul,চড়ুই,Chorui,ধূলোকণা,Dhulokona

একটা সময় চড়ুইয়ের মাথায় সারাক্ষণ গিজগিজ করত হাজারটা দুষ্টু বুদ্ধি। তাঁর শয়তানিতেই কতবার যে সিরিয়ালের নায়ক নায়িকা লালন ফুলঝুরির বিয়ে ভেঙেছিল তার ঠিক নেই। ধারাবাহিকে শুরু থেকেই লালনকে ফুলঝুরির সাথে তার চুলোচুলি লেগেই থাকতো।

আর এই ইচ্ছেপুতুল সিরিয়ালেও দেখা যাচ্ছে বোন মেঘের যাঁকে পছন্দ তাঁর সাথেই বিয়ে করার জন্য হ্যাংলামি করছে ময়ূরী। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ‘ইচ্ছে পুতুল’এর কাহিনী দুই বোন মেঘ আর ময়ূরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শ্বেতাকে বড় বোন ময়ূরী চরিত্রে এবং ছোট বোন মেঘের চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী তিতিক্ষা দাস কে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ইচ্ছেপুতুল,Iccheputul,চড়ুই,Chorui,ধূলোকণা,Dhulokona

অপরদিকে জপ্রিয় টেলি অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন এই সিরিয়ালের নায়ক সৌরনীলের চরিত্রে। কিন্তু ময়ূরী ছোট থেকেই রক্তের প্রয়োজনে মেঘের ওপর নির্ভরশীল। তাছাড়া এতকিছুর ছোট বোনের প্রতি কোনো কৃতজ্ঞতা নেই ময়ূরীর। উল্টে বোনের ভালোবাসার মানুষ সৌরনীলের সাথে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা মিশ্র,Sweta Mishra,খলনায়িকা,Villain,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ইচ্ছেপুতুল,Iccheputul,চড়ুই,Chorui,ধূলোকণা,Dhulokona

এই নিয়ে পরপর দুটো সিরিয়ালের একই ধরণের খলনায়কের চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। আগের সিরিয়ালে চড়ুই হয়ে বোন ফুলঝুরির বড় লালন নিয়ে টানাটানি করে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। সেবারও এই কাজে তার সাথ দিয়েছিল তাঁর আগের সিরিয়ালের মা। যদিও পরবর্তীতে চুড়ুইয়ের চরম শিক্ষা হয়। আর তারপরেই সে নিজেকে শুধরে নিয়েছিল।

https://youtu.be/dV7NeCqauIQ

যদিও এই ইচ্ছে পুতুল সিরিয়ালে এখনও পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টে সৌরনীলের সাথে তোড়জোড় চলছে তাঁর বিয়ের। কিন্তু প্রকাশ্যে সিরিয়ালের নতুন প্রোমো তে দেখা গিয়েছে হাইভোল্টেজ ড্রামার সেই বিয়েতে সৌরনীল ময়ূরী নয় সিঁদুর পরাবে মেঘের সিঁথিতে। যা দেখে পর্দার ময়ূরীর উদ্দেশ্যে দর্শকরা বলাবলি করছেন ‘কোথাও গিয়ে বর পায় না ইচ্ছে পুতুলের ময়ুরী! এর কপালে বোধ হয় বিয়ে নেই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥