টলিউড (Tollywood) অভিনেত্রী রুক্মিণী মৈত্রের পর এবার ‘বিনোদিনী’ (Binodini) অবতারে চমক দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarcar)। মাথায় টাক, কপালে চন্দনের টিপ,পরনে গেরুয়া বস্ত্র, হাতে রুদ্রাক্ষের মালা আর গলায় তুলসীর মালা নিয়ে একেবারে সাক্ষাৎ বিনোদিনী রূপে সপ্তাহের শেষ একেবারে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী।
পরিকল্পনা মতোই প্রযোজক রানা সরকার (Rana Sarkar) প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Loho Gouranger Nam Re) ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। অন্যদিকে কিছুদিন আগেই বিনোদিনী চরিত্রে প্রকাশ্যে এসেছে অপর টলি অভিনেত্রী রুক্মিণীর লুক। তাই স্বাভাবিক ভাবেই প্রায় একই সময়ে একই চরিত্রে দুই অভিনেত্রীর অভিনয় নিয়ে তুলনা হওয়াটা স্বাভাবিক।
পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘নটী বিনোদিনী’-তে বিনোদিনী রূপে অভিনয় করছেন রুক্মিণী। দুই অভিনেত্রীর মধ্যে কি তাহলে অদৃশ্য প্রতিযোগিতা চলছে? সম্প্রতি এবিষয়ে আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রযোজক রানা সরকার বলেছেন ‘কোনও প্রতিযোগিতা নেই। এখানে তুলনার কিছু নেই। দুটো ছবিই মানুষ দেখুক এটা চাইব’।
প্রিয়াঙ্কা অভিনীত সিনেমায় একটা বড় অংশ জুড়ে থাকবে গিরিশ ঘোষ এবং বিনোদিনী দাসীর গল্প। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার যে লুক প্রকাশ্যে এসেছে সেই লুকের নেপথ্যে রয়েছেন জনপ্রিয় মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু এবং পোশাকের ভাবনার নেপথ্যে রয়েছেন সাবর্ণী দাস।
প্রযোজক জানিয়েছেন তিনি চান চলতি বছরের রথযাত্রার সময় যেন ছবির কাজ শুরু হয়ে যায়। প্রসঙ্গত শুরুতে এই ছবি সৃজিত মুখার্জী পরিচালনা করবেন বলে জানালেও পরে তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। এখন দেখার আগামীদিনে এই ছবি পরিচালনার কাজে কে এগিয়ে আসেন।
প্রসঙ্গত এই ছবি ঘোষণা করার সময়েই রানা সরকার জানিয়েছিলেন এই সিনেমায় শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় করার কথা রয়েছে পাওলি দাম, ব্রাত্য বসু, তৃণা সাহার মতো একঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের।