• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা তো বটেই ভারতের গন্ডি ছাড়িয়ে বিলিতি বাবুদের মন জিতছে মিঠাই, গর্বিত সিধাই ভক্তরা

Published on:

Zee Bangla Mithai Serial became popular in Africa also

বাংলা সিরিয়ালপ্রেমি (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের  আর এক নাম ‘মিঠাই’ (Mithai)। যা বাংলা সিরিয়ালের ইতিহাসে অন্যতম মাইলফলক। নিজেদের মধ্যে এমনটাই বলাবলি করে থাকেন অনুরাগীরা। তাই দর্শকমহলে জি বাংলার (Zee Bangla) এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে যতই বলা হোক না কেন তা বোধ হয় কম পড়ে যায়।

দর্শকদের ভালোবাসায় দেখতে দেখতে গুটি গুটি পায়ে ২ বছর পেরিয়ে গিয়েছে সিরিয়ালের বয়স। দীর্ঘ এই ২ বছরের পথ চলায় বাংলার প্রত্যেক সিরিয়ালপ্রেমী দর্শক এই ধারাবাহিকের সমস্ত সদস্যদের সাথে জড়িয়ে গিয়েছেন ওতঃপ্রোত ভাবে। ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকা সিদ্ধার্থ-মিঠাই (Sidhartha Mithai) চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,জি বাংলা,Zee Bangla,আফ্রিকা,Africa,দর্শক,Audience,প্রশংসা,Praise

শুরু থেকেই তারা দুজনেই হয়ে উঠেছে দর্শকদের একেবারে নয়নের মণি। টিভির পর্দায় এই মিষ্টি জুটিকে দেখা মাত্রই চোখে হারায় দর্শক। তবে সিড মিঠাই ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন মোদক পরিবারের আরও একাধিক সদস্য। দেখতে দেখতে মোদক পরিবারের প্রত্যেক সদস্যই যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে উঠেছেন।

Soumitrisha Kundu

তাই একসময়ের ৫৪ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালের টিআরপি এখন অনেকটা কমে এসেছে ঠিকই। তবে  দর্শকদের মনে আজও কিন্তু মিঠাইরানির জনপ্রিয়তা ফিকে হয়নি এক ফোঁটাও। দর্শকদের মনের সিংহাসনে আজও রাজ করছে মিঠাইরানি আর তাঁর গোটা মোদক পরিবার। দীর্ঘদিনের সফরে দর্শকদের ভালোবাসা আর আশীর্বাদের পাশাপাশি মিঠাইয়ের ঝুলিতে উঠেছে একাধিক পুরস্কার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,জি বাংলা,Zee Bangla,আফ্রিকা,Africa,দর্শক,Audience,প্রশংসা,Praise

সেইসাথে মিঠাইরানির মুকুটেও জুড়েছে একাধিক পালক। প্রসঙ্গত বহুদিন আগেই মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা বাংলার গন্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে অনান্য রাজ্যে। তাই বাংলা ছাড়িয়ে গোটা মিঠাইরানির জয়জয়কার হচ্ছে অনেকদিন ধরেই। বাংলা ছাড়াও ইতিমধ্যেই ওড়িয়া,হিন্দি, অসমীয়া সহ সাউথেও রমরমিয়ে চলছে বাংলার এই জনপ্রিয় সিরিয়ালের রিমেক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,জি বাংলা,Zee Bangla,আফ্রিকা,Africa,দর্শক,Audience,প্রশংসা,Praise

এবার জানা যাচ্ছে শুধু রাজ্য নিয়ে গোটা দেশের সীমানা ছাড়িয়ে মিঠাই এবার পৌঁছে গিয়েছে সুদূর আফ্রিকায়। সেকথা জানিয়েই এদিন আফ্রিকায় চলতে থাকা মিঠাই সিরিয়ালের পুরনো এপিসোডের কিছু স্ক্রিন শট শেয়ার করে নিয়ে একজন দর্শক লিখেছেন ‘সাফল্য অনেক সিরিয়াল পেয়েছে কিন্তু এরকম সাফল্য কোনো সিরিয়াল পায় নি । আফ্রিকাতেও সমান জনপ্রিয় মিঠাই। যেটা সত্যি প্রশংসার দাবিদার’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥