বরাবরই স্টার জলসার (Star Jalsha) চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল গুড্ডি (Guddi)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির লেখা এই সিরিয়ালে নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin) সাথে নায়ক অনুজের (Anuj) খোলামেলা ত্রিকোণ প্রেম থেকে পরকীয়া (Extra Marital Affair) দেখে এমনিতেই বিরক্ত ছিলেন দর্শক।
আর সম্প্রতি ধারাবাহিক লীপ নেওয়ার পর দেখা যাচ্ছে অনুজের পর এবার শিরীনের (Shirin) ছেলেকে নিয়ে শুরু হয়েছে টানাটানি। সেইসাথে এখন দেখা গুড্ডির জীবনে এসেছে নতুন মোড়। গুড্ডি এখন বড় পুলিশ অফিসার। ডিআইজি অনুজের অধীনে কাজ করে সে।
তবে ইদানিং সবকিছুকে ছাপিয়ে গিয়েছে গুড্ডির আবার বিয়ের সিদ্ধান্ত। কার্যত বোমা ফাটিয়ে এদিন নিজে মুখে জানিয়েছে সে এবার সত্যিই বিয়ে করতে চায়। আর তাঁর বিয়ের পাত্র আর কেউ নয় সে হল যুধাজিৎ।একথা শুনে আকাশ থেকে পরে খোদ যুধাজিৎ নিজে। অন্যদিকে একথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে যায় স্যার জি অনুজেরও।
সবচেয়ে মজার বিষয় গুড্ডি এদিন যে যুধাজিৎ কে বিয়ের কথা বলবে সেকথা ঘুণাক্ষণেও টের পায়নি যুধাজিৎ নিজেও। অথচ সেটা নিজেই জানে যুধাজিৎ। তাই গুড্ডির মুখে নিজের বিয়ের কথা শুনে চমকে যায় খোদ যুধাজিৎ। তাই আজকের পর্বেই দেখা গিয়েছে গুড্ডির কাছে বারবার বিয়ের কথা জানতে চাইছিল অনুজ। আর গুড্ডি জানায় একটা মেয়ে লজ্জার মাথা খেয়ে সে যখন এত গুলো কথা বলেছে বাকিটা এবার যুধাজিৎএর সামলানো উচিত।
এদিন গুড্ডি আর যুধাজিৎএর মধ্যে হাল্কা রোম্যান্সও দেখা গিয়েছে। যা দেখে সোশ্যাল মিডিয়ায় লেখিকার প্রশংসায় পঞ্চমুখ এক দর্শক লিখেছেন ‘লীনা ম্যাম শেষ পর্যন্ত এই গল্পটা ঠিক দিকেই মোড় নিলেন আজ অপূর্ব একটা এপিসোড হল। গুড্ডি যুধাজিৎ এর মূহুর্ত কথোপকথন অসম্ভব সুন্দর ছিল। যুধাজিৎ বিশ্বাস করতে পারছিল না যে গুড্ডি সত্যি সত্যি মন থেকে তার কাছে এসেছে’।