বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘সোহাগ জল’ (Sohag Jol)-এ। এই ধারাবাহিকে নায়ক শুভ্রর বিধবা বৌদি বেণীর (Beni Boudi) চরিত্রে অভিনয় করছেন তিনি।
টিভির পর্দায় নায়ক নায়িকা জুঁই-শুভ্রর (Jui-Subhra) জীবনটাকে সারাক্ষণ বিষিয়ে তুলছে সে। বিবাহিত দেয়ার শুভ্র ঠাকুরপোকে মিথ্যা বদনাম দিয়ে ইতিমধ্যেই নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে বিয়ে করে নিয়েছে সে। অথচ তাঁর গর্ভে রয়েছে আর এক দেওর সাম্যর সন্তান। তাই ধারাবাহিকে তাঁর এই নোংরামি দেখে বিরক্ত দর্শক।
তবে সিরিয়ালে যাই হোক না কেন বাস্তবে কিন্তু অভিনেত্রীর জীবনে এখন খুশির হাওয়া। কারণ হাতে গোনা আর মাত্র কয়েক মাসের অপেক্ষা তারপরেই বিয়ের ফুল ফুটতে চলেছে এই টেলি অভিনেত্রীর। চলতি বছেরেই ১ মে অর্থাৎ শ্রমিক দিবসের দিনেই তৃণমূল নেতা সৌম্য বক্সীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী।
এই মুহূর্তে অভিনেত্রীর বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে, ইতিমধ্যেই এসে গিয়েছে অভিনেত্রীর বিয়ের কার্ড। জানা গিয়েছে সায়েন্স সিটির পিছনের গ্রাউন্ডে বসতে চলেছে অভিনেত্রীর জমকালো বিয়ের আসর। সম্প্রতি এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন, ২০২১ সালেই নাকি তাঁদের বিয়ে করার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। অভিনেত্রীর কথায় ‘তিন বছর পর বিয়েটা হচ্ছে। আমরা তো বিয়ের জন্য অপেক্ষাই করছিলাম।’
এদিন সংবাদমাধ্যমে অভিনেত্রী ফাঁস করলেন হানিমুন থেকে শুরু করে বিয়ের মেনু কিংবা সাজগোজের সিক্রেট। সুদীপ্তা জানান হাতে আর মাত্র দুমা’স আছে চলতি মাসেই শুরু করবেন বিয়ের শপিং। এদিন অভিনেত্রী জানান বিয়ের আগে লম্বা ছুটি না নিলেও বিয়ের পর ১০ দিনের ছুটি নেবেন তিনি।
এরপরেই হানিমুনের কথা উঠতেই সুদীপ্তা বলেন ‘হানিমুনে যাব পুজোর পরে। এখনও পর্যন্ত এমনটাই ভেবেছি। কোথায় যাব, সেটা এখনও ভাবিনি। আসলে বিয়েটা আমাদের কাছে ইভেন্টের মতো হয়ে গিয়েছে। আগে এটা ভালোয় ভালোয় মিটুক। তারপর হানিমুনের পরিকল্পনা করব আমরা।’ প্রসঙ্গত অভিনেত্রী এখনও পর্যন্ত ঠিক করেছেন নিজের সাজে বাঙালি শাড়ি গয়নার সাবেকিয়ানাই বজায় রাখবেন।
বিয়ের মেনুতেও থাকছে এলাহী আয়োজন। সুদীপ্তর কথা অনুযায়ী মাছ, মাংস, ভাত,রুটি, নান কি নেই তালিকায়। এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘আমি বাঙালি খাবার বেশি পছন্দ করি। আমাদের বিয়ের মেনুতে চিকেন, মাটন, ফিশ, মিষ্টি, রুটি, নান সবই থাকবে।’