• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবেও বেল্ট দিয়ে চাবকাতেন রঞ্জিত মল্লিক, মার খাওয়ার অভিজ্ঞতা জানিয়েছিলেন দীপঙ্কর দে!

Published on:

Tollywood Actor Dipankar Dey talks about shooting with Ranjit Mallick

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির এক দাপুটে অভিনেতা (Actor) হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। তিনি যে কত আইকনিক ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। দর্শকদের অত্যন্ত পছন্দের একজন অভিনেতা হলেন তিনি। এখন পর্দায় খুব বেশি দেখা না গেলেও অভিনেতার জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা বেড়েছে। আজকের এই প্রতিবেদনে রঞ্জিতের সঙ্গে জড়িত এক কাহিনীই তুলে ধরা হল।

দর্শকদের একাংশের কাছে রঞ্জিতের পরিচিতি টলিপাড়ার ‘বেল্ট ম্যান’ নামে। এই তকমা যে কবে গায়ে লেগে গিয়েছে তা অভিনেতা নিজেও জানেন না। যদিও একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বহু ছবিতে নিজের কোমরের বেল্ট খুলে ভিলেনদের শায়েস্তা করেছেন তিনি। সেখান থেকেই হয়তো মিলেছে ‘বেল্ট ম্যান’ (Belt Man) তকমা।

Ranjit Mallick, Ranjit Mallick beat up villains

জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’এ এসে এই বিষয়ে মুখ খুলেছিলেন রঞ্জিত নিজে। অভিনেতা বলেছিলেন, তিনি নাকি শক্ত হাতে শাস্তি দিতে পছন্দ করেন। তাঁর অভিনীত চরিত্রগুলি যেভাবে ন্যায়ের পাশে দাঁড়ায়, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু তাই বলে শ্যুটিং করতে গিয়ে খলচরিত্রের (Villain) অভিনেতাদের সত্যি সত্যি মারবেন?

টলিপাড়ার আর এক নামী অভিনেতা দীপঙ্কর দে একবার ‘অপুর সংসার’এর সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে বলছিলেন , তিনি নাকি রঞ্জিত মল্লিকের কাছে রীতিমতো মার খেয়েছেন। পরিচালক ‘অ্যাকশন’ বলার আগে নাকি রঞ্জিত নিজেই সবাইকে সাবধান করে দিয়ে দূরে সরে যেতে বলতেন। পাশাপাশি সতর্ক করে বলে দিতেন, খুব বেশি না এগোনোর কথা। কিন্তু ‘অ্যাকশন’ বললেই নাকি নিজে দশ পা এগিয়ে আসতেন রঞ্জিত এবং এরপর শুরু হতো মার।

Ranjit Mallick and Deepankar De

দীপঙ্করের মুখ থেকে এই কাহিনী শুনে সেটে উপস্থিত প্রত্যেকে হাসতে শুরু করে দেন। এমনকি রঞ্জিত নিজেও বেশ উপভোগ করেছিলেন। পাশাপাশি একথা মেনেও নিয়েছিলেন যে তাঁর হাতে খলচরিত্রে অভিনয় করা অনেক অভিনেতাই মার খেয়েছেন। বর্ষীয়ান অভিনেতার কথায়, তিনি সহজেই চরিত্রগুলির মধ্যে ঢুকে যেতেন। আর সেই কারণেই এটা হতো।

রঞ্জিত মল্লিক এমন একজন অভিনেতা যিনি নানান ধরণের চরিত্রে অভিনয় করেছেন। শুধুমাত্র নায়ক হিসেবে নয়, পার্শ্ব চরিত্রে দুর্দান্ত অভিনয় করেও ব্যাপক সাফল্য এবং জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সেই জন্য এখন তিনি পর্দা থেকে দূরে থাকলেও তাঁর অভিনয় দর্শকদের মন থেকে মুছে যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥