ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘বাংলা মিডিয়াম’এ (Bangla Medium)। এই ধারাবাহিকে ইংরেজি মিডিয়াম স্কুলে বিজ্ঞানের শিক্ষিকা তিনি। সকলের প্রিয় ইন্দিরা দিদিমণি তিনি। স্কুলে নিজের ছাত্রদের যেমন কড়া শাসন করেন তেমনি স্নেহও করেন তিনি। কিন্তু এবার হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় কাকে যেন ব্লক করার হুঁশিয়ারি দিলেন এই রাগী দিদিমণি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একেবারে অন্য মেজজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। ক্যামেরার দিকে তাকিয়েই মিষ্টি মুখেই পর্দার বাংলা মিডিয়াম বললেন ‘যে আমাকে এ ফর অ্যাটিচিউড দেখাবে, তাঁকে আমি বি ফর ব্লক করে দেব।’ দুদিকে লম্বা বিনুনি কিংবা উঁচু করে পরা শাড়ি নয় এদিন ইন্দিরার খোলস ছেড়ে এদিন অভিনেত্রী পরে ছিলেন ডেনিমের শর্ট ওয়ান পিস আর চোখে কালো চশমা।
এমনিতে এই মুহূর্তে বাংলা মিডিয়ামের শুটিং নিয়ে তুমুল ব্যস্ত থাকেন অভিনেত্রী যদিও ব্যস্ততার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় নিয়ে নতুন আপডেট দিতে ভোলেন না অভিনেত্রী। এছাড়া নিজের ইউটিউব চ্যানেল থেকে কখনও লাইফস্টাইল ব্লগ আবার কখনওবিভিন্ন নামি দামি রেস্তোরাঁর রিভিউ দিয়ে থাকেন অভিনেত্রী।
এদিনও তেমনই একটি রীল ভিডিও শেয়ার করে নিয়েছিলেন তিয়াসা। প্রসঙ্গত ‘কৃষ্ণকলি’র পর ‘বাংলা মিডিয়াম’ তিয়াসা অভিনীত দ্বিতীয় সিরিয়াল। এই সিরিয়ালে তিনি আবারও জুটি বেঁধেছেন ছোট কর্তা অর্থাৎ নিখিল অভিনেতা নীল ভট্টাচার্যের সাথে।
View this post on Instagram
তবে আগের সিরিয়ালের মতো এই সিরিয়ালে এখনও পর্যন্ত সেইভাবে ম্যাজিক তৈরী করতে পারেননি নীল তিয়াসা। প্রসঙ্গত একটা সময় দীর্ঘ ৪ বছর ধরে রমরমিয়ে চলেছিল কৃষ্ণকলি। আজও সেই জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছাতে পারেনি কেউ।
প্রথমদিকে শুরুটা ভালো হলেও এখন সেভাবে আর দর্শকমহলে ছাপ ফেলতে পারেনি এই সিরিয়াল। টি আর পি তালিকায় প্রথম দশে থাকলেও প্রতি সপ্তাহেই প্রতিপক্ষ চ্যানেলের নিম ফুলের মধু সিরিয়ালের কাছে স্লট হারাচ্ছে এই সিরিয়াল।