গত বছরের শেষেই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘সোহাগ জল’ (Sohag Jol)। এই ধারাবাহিকে নায়িকা জুঁইয়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং নায়ক শুভ্রর চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেতা হানি বাফনাকে (Honey Bafna)।
এই ধারাবাহিকে এখন যে পরকীয়ার (Extra Marital Affairs) পর্ব চলছে তা দেখে কিন্তু রীতিমতো বিরক্ত দর্শক। দর্শকরা আগেই এই সিরিয়ালের বিধবা বেণী বৌদির (Beni Boudi) স্বভাব একেবারেই ভালো নয়। শুরুর দিন থেকেই তার নজর ছিল শুভ্র ঠাকুরপোর দিকে। ধারাবাহিকে এই বেণী বৌদির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় জনপ্রিয় টেলি অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী (Sudipta Banerjee)।

জুঁইয়ের সাথে শুভ্রর বিয়ের পরেও বেনী বৌদির গায়ে পরা স্বভাব দেখে আগেই বিরক্ত ছিলেন দর্শক। আর এখন দেখা যাচ্ছে হঠাৎ করেই গর্ভবতী হয়ে পড়েছে এই বেণী বৌদি। তাঁর গর্ভে রয়েছে আর এক দেওর সাম্যর সন্তান। যে নিজেও বিবাহিত। তাই সে ওই সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করায় বেণী এসে চেপেছে শুভ্রর ঘাড়ে। না চাইলেও জোর করে নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে শুভ্রর নাম মিথ্যে দোষ চাপিয়েছে।
বাংলা সিরিয়ালে এমন কুরুচিপূর্ণ পরকীয়ার ট্র্যাক দেখে রীতিমতো বিরক্ত বাংলা সিরিয়ালের দর্শকরা। যার জেরে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে এই সিরিয়ালের নিৰ্মাতাদের তো বটেই। কথা শুনতে হচ্ছে ধারাবাহিকের প্রধান কলা-কুশলীদেরও। এমনকি অনেকে এই সিরিয়ালের নাম পাল্টে ‘পরকীয়ার জল’ রাখার দাবি জানিয়েছেন।

সম্প্রতি এবিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন খোদ শুভ্র অভিনেতা হানি বাফানা। সোশ্যাল মিডিয়ায় পরকীয়া নিয়ে ট্রোলিং প্রসঙ্গে এইসময় ডিজিটালকে পর্দার শুভ্র বলেছেন ‘আমাদের লেখকের মনে হয়েছে এইরকম একটা গল্প লিখবেন। তিনি লিখেছেন। আমাদের কাজ অভিনয় করা। আমরা সেটাই করছি।’

বাঙালি পরিবারে এমন জঘন্য কেচ্ছা কীর্তি দেখে কটাক্ষ ‘বাঙালি পরিবারে এহেন কেচ্ছা!’ এ প্রসঙ্গেঅভিনেতা সাফ জানিয়েছেন , ‘প্রত্যেকটি বাড়িতে গিয়ে তো আমি দেখিনি এই ধরনের ঘটনা ঘটে কিনা। তবে বাঙালি বলে হবে না, তার তো কোনও মানে নেই। হতেও পারে। আবার নাও পারে।’