জি বাংলার (Zee Bangla) পর্দায় এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকে নায়িকা পর্ণা চরিত্রে টেলি অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়ক সৃজনের চরিত্রে রুবেল দাসের সাবলীল অভিনয় দেখে মুগ্ধ দর্শকদের একটা বড় অংশ।
টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল। হাতেনাতে যার ছাপ পড়ছে টি আর পি তালিকাতেও। প্রায় প্রত্যেক সপ্তাহেই একটু একটু করে টি আর পি তালিকাতেও এগিয়ে থাকছে এই সিরিয়াল।
এখনকার চলতি ট্রেন্ডে গা ভাসিয়ে যখন বেশিরভাগ সিরিয়ালেই ভিন্ন স্বাদের আনকোরা গল্প দেখানো হচ্ছে, তখন বেশ খানিকটা ঝুঁকি নিয়েই দর্শকদের সমালোচনা শুনতে হবে জেনেও এই সিরিয়ালের শুরু থেকেই দেখানো হচ্ছে শাশুড়ি বৌমার কূটকচালি। কিন্তু গল্প এগোনোর সাথে সাথেই জবা মায়ের খোলস ছেড়ে সিরিয়ালের নায়িকা পর্ণা চরিত্রে পল্লবী মন জয় করে নিয়েছেন দর্শকদের।
কিন্তু ধারাবাহিকে বাবুর মা কৃষ্ণা যেভাবে ছেলের বৌ পর্ণাকে উঠতে বসে হেনস্থা করে তা থেকে রীতিমতো বিরক্ত দর্শকদের একটা বড় অংশ। সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন পর্ণাকে সৃজনের থেকে আলাদা করতে বাবুর মা মৌমিতার সাথে যুক্তি করে পর্ণাকে এক কঠিন ব্রত করার জন্য রাজি করিয়েছে। এই ব্রত করার জন্য পর্ণাকে শর্ত দেওয়া হয়েছে সে সৃজনের কাছাকাছি যেন না যায়।