• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নিম ফুলের মধু’তে নতুন টুইস্ট, দ্বিতীয় পুরুষের আগমনে পর্ণাকে ভুল বুঝল ‘বাবুউউ’

জি বাংলার (Zee Bangla) পর্দায় এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকে নায়িকা পর্ণা চরিত্রে টেলি অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়ক সৃজনের চরিত্রে রুবেল দাসের সাবলীল অভিনয় দেখে মুগ্ধ দর্শকদের একটা বড় অংশ।

টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল। হাতেনাতে যার ছাপ পড়ছে টি আর পি তালিকাতেও। প্রায় প্রত্যেক সপ্তাহেই একটু একটু করে টি আর পি তালিকাতেও এগিয়ে থাকছে এই সিরিয়াল।

   

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,নীল চ্যাটার্জি,Neil Chatterjee

এখনকার চলতি ট্রেন্ডে গা ভাসিয়ে যখন বেশিরভাগ সিরিয়ালেই ভিন্ন স্বাদের আনকোরা গল্প দেখানো হচ্ছে, তখন বেশ খানিকটা ঝুঁকি নিয়েই দর্শকদের সমালোচনা শুনতে হবে জেনেও এই সিরিয়ালের শুরু থেকেই দেখানো হচ্ছে শাশুড়ি বৌমার কূটকচালি। কিন্তু গল্প এগোনোর সাথে সাথেই জবা মায়ের খোলস ছেড়ে সিরিয়ালের নায়িকা পর্ণা চরিত্রে পল্লবী মন জয় করে নিয়েছেন দর্শকদের।

Neem Phuler Modhu, Tollywood, Bengali serial, serial, television, নিম ফুলের মধু, টলিউড, বাংলা সিরিয়াল, সিরিয়াল, বিনোদন, টেলিভিশন, entertainment

কিন্তু ধারাবাহিকে বাবুর মা কৃষ্ণা যেভাবে ছেলের বৌ পর্ণাকে উঠতে বসে হেনস্থা করে তা থেকে রীতিমতো বিরক্ত দর্শকদের একটা বড় অংশ। সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন পর্ণাকে সৃজনের থেকে আলাদা করতে বাবুর মা মৌমিতার সাথে যুক্তি করে পর্ণাকে এক কঠিন ব্রত করার জন্য রাজি করিয়েছে। এই ব্রত করার জন্য পর্ণাকে শর্ত দেওয়া হয়েছে সে সৃজনের কাছাকাছি যেন না যায়।

Parna Srijan Nim Phuler Modhu

কিন্তু এতো কথা পর্ণা সৃজনকে খুলে বলতে না পারায় সৃজন তাঁকে অকারণে ভুল বুঝছে। এই নিয়েই তাঁদের দুজনের মধ্যে চলছে মন কষাকষি। এরই মধ্যে দেখা যাচ্ছে পর্ণার অফিসে এন্ট্রি হয়েছে স্যান্ডি নাম এক নতুন চরিত্রের। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা নীল চ্যাটার্জিকে (Neil Chatterjee)।
জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,নীল চ্যাটার্জি,Neil Chatterjee
ইতিপূর্বে ‘মিঠাই’ সিরিয়ালে আদিত্য আগারওয়ালের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়া এখন ‘খেলনাবাড়ি’ ধারাবাহিকেও অর্ক চরিত্রে অভিনয় দারুন প্রশংসা পাচ্ছেন এই অভিনেতা। তবে এখন দেখার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে নীল অভিনীত এই স্যান্ডি চরিত্রটি আদতে পজিটিভ নাকি নেগেটিভ। তবে পর্ণার সাথে একসাথে চা খাওয়া থেকে পর্ণাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাওয়া দেখে এই স্যান্ডির ওপর খেপে লাল সৃজন।
site