• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইরানীর ২৩এ পা, প্রকাশ্যে বৃন্দাবনে সৌমিতৃষার জন্মদিনের সেলিব্রেশনের ভিডিও

Published on:

Mithai Actress Soumitrisha Kundu Birthday Celebration in Brindavan

দেখতে দেখতে জীবনের আরও একটি বসন্ত পার করে ফেলেছেন ‘মিঠাই’ (Mithai) অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এই বছরের জন্মদিনে যদিও শহরে নেই তিনি। বরং ছুটে গিয়েছেন নিজের ‘মনের ডাক্তার’এর কাছে। অভিনেত্রী বার্থ ডে ট্রিপ (Soumitrisha Kundu birthday) নিয়ে শুরু থেকেই অনুরাগীদের আগ্রহ ছিল তুঙ্গে। তিনি কোথায় গিয়েছেন, সঙ্গে কে আছেন, কী করছেন- সব দিকে করা নজর রেখেছেন ভক্তরা।

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ইতিমধ্যে মিঠাইপ্রেমীরা জেনে গিয়েছেন, সৌমিতৃষা এই বছরের জন্মদিন উদযাপন করেছেন ব্রজধাম বৃন্দাবনে (Vrindavan)। সঙ্গে রয়েছেন অভিনেত্রী বাবা-মা। সম্প্রতি রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিতে যাওয়ার ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌমিতৃষা। বলাই বাহুল্য, প্রিয় নায়িকার কৃষ্ণপ্রেম দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরাও।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu in Vrindavan

মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় সৌমিতৃষা সেজে উঠেছিলেন হলুদ রঙের একটি সালোয়ার কামিজে। গলায় ছিল গোলাপ ফুলের মালা। তারকা হলেও আর পাঁচজন সাধারণ ভক্তের মতো ভিড় ঠেলেই মন্দিরে পৌঁছন তিনি।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu in Vrindavan

‘মিঠাই’ অভিনেত্রী আগেই বলেছিলেন, এই জন্মদিনটা তাঁর কাছে বাকি জন্মদিনগুলোর চেয়ে আলাদা। এই জন্মদিনটা নিজেকে খুঁজে পাওয়ার জন্মদিন। নিজেকে খুঁজে পেতেই এই বছর দর্শকদের প্রিয় মিঠাইরানী চলে গিয়েছে তাঁর প্রাণের গোপালের কাছে। মন্দিরের ভেতরে থাকা রাধাকৃষ্ণের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সৌমিতৃষা।


অভিনেত্রীর আধ্যাত্মিকতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। একজন নেটাগরিক যেমন সৌমিতৃষার পোস্টে কমেন্ট করেছেন, ‘এই আধ্যাত্মিকতার দিকে চলাই তোমায় অনেকদূর নিয়ে যাবে’। আর একজন আবার লিখেছেন, ‘গোপালের ডাকে তাঁর রাধারানী পুণ্যধামে পৌঁছে গেল। রাধে রাধে’।


প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে টেলি দুনিয়ায় পা রেখেছিলেন সৌমিতৃষা। ‘এ আমার গুরুদক্ষিণা’র মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ‘লৌকিক না অলৌকিক’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘কনে বউ’র মতো সিরিয়ালে অভিনয় করেন সৌমিতৃষা। ‘কনে বউ’য়ে কাজ করতে করতেই ‘মিঠাই’য়ের অফার পান তিনি। বাকিটা তো সকলেরই জানা। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে সৌমিতৃষা যে পরিমাণ ভালোবাসা পেয়েছেন তা সত্যিই অনবদ্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥