• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জবা মা লাইট! খড়িকে ‘কাঁচি’ দিয়ে কারেন্টের তার কাটতে দেখে ট্রোলিং শুরু নেটপাড়ায়

এই মুহূর্তে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে অন্যতম প্রিয় একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছাড়া’ (Gantchora)। একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়ালের নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়িকে (Riddhi-Khori) তো সারাক্ষণ চোখে হারাচ্ছেন অনুরাগীরা। দর্শকরা ভালোবেসে তাঁদের জুটির  নাম দিয়েছেন ‘খড়িদ্ধি’ (Khoriddhi)।

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন দেবীপুরের জঙ্গলে অষ্টধাতুর মূর্তি খুঁজতে যাওয়ার পর থেকেই স্মৃতি হারিয়েছে খড়ি। তাই  মাঝে বেশ কিছুদিন একে অপরের কাছাকাছি থেকেও অনেকটাই দূরে ছিল খড়ি ঋদ্ধি। তবে সদ্য ভালো মা দেবলীনার পর্দা ফাঁস হতেই আবারও সিংহরায় বাড়ি ফিরে এসেছে খড়ি।
বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,স্টার জলসা,Star Jalsha,খড়ি,Khori,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই বহুদিন পর ঋদ্ধি-খড়িকে একসাথে দেখে বেজায় খুশি হয়েছেন দর্শকদের একটা বড় অংশ। তবে সিরিয়ালে খড়ি কামব্যাক করার পরেই একটি দৃশ্যকে কেন্দ্র করে সম্প্রতি ট্রোলের মুখে পড়েছেন এই  অভিনেত্রী। প্রসঙ্গত বাংলা ধারাবাহিকের গল্পের গরু গাছে ওঠার বিষয়টি নতুন নয়।

   

এমনিতে মাঝেমধ্যেই  বিভিন্ন ধরনের আজগুবি সব গল্প দেখানো হয়ে থাকে সিরিয়ালে। বিশেষ করে কোন রকম শর্ট সার্কিট কিংবা বোমা নিষ্ক্রিয় করার মত বিষয়ের ক্ষেত্রে দেখা যায় কাঁচি দিয়েই অবনীলায় সেই তার কেটে ফেলেন বাংলা সিরিয়ালের নায়ক নায়িকারা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,স্টার জলসা,Star Jalsha,খড়ি,Khori,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media
এবার সেই একই ঘটনা ঘটিয়ে বসেছেন গাঁটছড়া সিরিয়ালের নায়িকা খড়িও। আসলে সম্প্রতি এই সিরিয়ালের একটি পর্বে দেখা গিয়েছে খড়ির বাপের বাড়িতে অর্থাৎ ভট্টাচার্য বাড়িতে ষড়যন্ত্র করে মিটার বক্সের জায়গায় তার নিয়ে শর্ট সার্কিট করে রেখে দেওয়া হয়েছে। এবার জানা যাচ্ছে বিপদের হাত থেকে বাড়ির সবাই কে বাঁচাতে নিজেই ঝঁপিয়ে পড়েছে খড়ি।
বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,স্টার জলসা,Star Jalsha,খড়ি,Khori,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media
এই বিষয়টি নিয়ে ট্রোল করে এক নেটিজেন লিখেছেন ‘Big Breaking News, জবার পর কাঁচি দিয়ে সার্কিটের তার কাটলো এক্রোর শিবরাত্রির সলতে খড়ি। এক্রো নাকি গাঁজা দেখায় না’। তবে  এদিন সোশ্যাল মিডিয়ায় সেই পর্বের যে ছবি ভাইরাল হয়ে পড়েছে সেই ছবিতে কিন্তু কাঁচি নেই রয়েছে একটি প্লাস।
site