জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটি গত দু’বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে। টিআরপি তালিকায় ওঠাপড়া লেগে থাকলেও সময়ের সঙ্গে দর্শকদের মনে নিজের স্থান আরও পাকা করেছে মিঠাইরানী। সিরিয়ালের চরিত্র নয়, ‘মিঠাই’য়ের কলাকুশলীরা এখন হয়ে গিয়েছেন দর্শকদের ঘরের সদস্য। মিঠাই-সিদ্ধার্থ-মিঠি-শাক্য- প্রত্যেকেই আলাদা করে স্থান করে নিয়েছেন দর্শকমনে।
‘মিঠাই’য়ের নিয়মিত দর্শকরা জানেন, সম্প্রতি মিঠাইরানীর মুখোমুখি হয়েছে সিদ্ধার্থ। যদিও মিঠাইয়ের অতীতের কোনও কিছুই মনে নেই। তাঁর স্বামী কে, মিষ্টির বাবা কে এই বিষয়ে কিছুই জানে না সে। কিন্তু সিদ্ধার্থও হাল ছাড়তে নারাজ। স্ত্রীকে সব কিছু মনে করিয়ে ছাড়বেই সে। আর তাঁর এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে মিঠি (Mithi)। অনেকেই ভেবেছিলেন, মিঠি হয়তো এবার ভিলেন হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে ভিলেন হওয়া তো দূর, বরং ‘সিধাই’য়ের মিল করিয়ে দিচ্ছে সে।
কয়েকদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছে, ঠাম্মি, তোর্সা, শ্রী কেউই মানতে চাইছে না মিঠাই বেঁচে আছে। তাঁরা প্রত্যেকে সিদ্ধার্থকে জানিয়ে দিয়েছে তাঁকে মিঠির সঙ্গেই সংসার করতে হবে। মিঠাই নয়, বরং মিঠিকেই দিতে হবে স্ত্রীয়ের মর্যাদা। যদিও মিঠি কিন্তু সিডের কথায় বিশ্বাস করেছে। আর সেই জন্যই সে মিঠাইয়ের বেশ ধরে সমস্ত সত্যিটা জানার চেষ্টা করছে।
মিঠির এই নিষ্পাপ আচরণ দেখেই দর্শকরাও তাঁকে ভালোবেসে ফেলেছে। যদিও অনেকে এও ভাবছিলেন, মিঠির এত ভালো ব্যবহার দেখে শেষ অবধি সিদ্ধার্থ তাঁকেই বেছে নেবে না তো? তাহলে জানিয়ে রাখি, এমনটা হবে না। উচ্ছেবাবু নয়, বরং মিঠির নায়ক আসলে অন্য কেউ। সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি হয়ে তাঁর।
আসলে মিঠাইয়ের স্মৃতি ফেরানোর জন্য মনোহরায় একজন মনোরোগ বিশেষজ্ঞ এসেছে। আর তাঁকে দেখেই দর্শকদের অনুমান, তিনিই হয়তো হবেন মিঠির নায়ক। ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানেই দেখা মিলেছে সেই ডাক্তারের।
‘মিঠাই’য়ের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, স্ত্রীকে সব কিছু মনে করানোর জন্য উতলা হয়ে উঠেছে সিদ্ধার্থ। নানানভাবে তাঁর স্মৃতি ফেরানোর চেষ্টা করছে উচ্ছেবাবু। কিন্তু মিঠাইয়ের তাও কিছু মনে পড়ছে না। সেই সময়ই মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বলে ওঠেন, এভাবে নয়, বরং ধীরে সুস্থে মিঠাইয়ের স্মৃতি ফেরানোর চেষ্টা করতে হবে। প্রোমো দেখে দর্শকরা অনুমান করছেন, এই ডাক্তারবাবুই শেষ পর্যন্ত মিঠির নায়ক হবে। এবার দেখা যাক তাঁদের সেই অনুমান ঠিক হয় কিনা।