বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। ধারাবাহিকে নায়িকা পর্ণা (Parna) চরিত্রে টেলি অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়ক সৃজনের (Srijan) চরিত্রে রুবেল দাসের সাবলীল অভিনয় দেখে মুগ্ধ দর্শকদের একটা বড় অংশ।
এমনকি বিয়ের পর আর পাঁচটা দম্পতির মতো সৃজন পর্ণা একসাথে নিজেদের ব্যক্তিগত মুহূর্ত কাটালে কিংবা কথাবার্তা বললেও দরজার ফাঁক দিয়ে আড়ি পেতে দেখেই ছেলে হাতছাড়া হওয়ার ভয়ে আঁতকে ওঠেন বাবুউর মা। ছেলে বৌমাকে নিয়ে তিনি এতটাই আতঙ্কে রয়েছেন যে এরই মধ্যে তিনি স্বপ্নও দেখে ফেলেছেন তাঁকে ঝ্যাঁটা হাতে বাড়ি থেকে বার করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে সৃজন পর্ণা।
আর এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে সৃজনের মা আর মৌমিতা মিলে তিন্নিকে যুক্তি দিচ্ছে এখন ‘বাবু আর পর্ণার মধ্যে ঝগড়া চলছে এই সুযোগ’। এরপরেই দেখা যাচ্ছে তিন্নি গিয়ে সৃজনকে কমলালেবু খাওয়ার কথা বলছে। আর তখনই পর্ণা ঘরে চলে আসায় সৃজন ব্যাগ নিয়ে তাড়াতাড়ি অফিসের কাজে বেরিয়ে যায়।
এরপরেই পর্ণা তিন্নিকে সরাসরি জিজ্ঞেস করে ‘কি ব্যাপার বলো তো আজকাল শুধু সৃজন দা, সৃজন দা করছো’। তখন কোনো রকম রাখঢাক না রেখে তিন্নিও বলে ‘সৃজন দার বিয়েটা না আমার সাথেই হওয়ার কথা ছিল’। তখন হাতে থাকা কমলালেবুর রস তিন্নির চোখে দিয়ে পর্ণা বলে ‘সৃজন আমার বড় তাই ঝগড়া করলেও আমি করবো কমলালেবু খাওয়াতে হলেও আমি খাওয়াবো’। এই প্রোমোতে আবারও পর্ণার এমন প্রতিবাদী চরিত্র দেখে বেজায় খুশি হয়েছেন দর্শক।