• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের মধুবালা আমি! নিজেই নিজের রূপের বড়াই করে মুখ পোড়ালেন কঙ্গনা

Updated on:

Kangana Ranaut compares herself with Madhubala

কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবং বিতর্ক যেন দিন দিন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। অদ্ভুত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসায় কঙ্গনার জুড়ি মেলা ভার। মাঝেমধ্যেই বিচিত্র সব বয়ান দিয়ে চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি। তবে তাই বলে নিজের মতামত প্রকাশ করা থেকে বিরত থাকেন না অভিনেত্রী। ট্রোলড (Trolled) হলেও নিজের মনের কথা ঠিক বলেই ছাড়েন কঙ্গনা।

সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করে নিজেকে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার (Madhubala) সঙ্গে তুলনা করেছেন বলিউডের ‘ক্যুইন’। কঙ্গনার মতে, তাঁকে নাকি হুবহু স্বর্ণযুগের অভিনেত্রী মধুবালার মতো দেখতে। আর ব্যস, কঙ্গনার এই মন্তব্য শুনেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন নেটিজেনদের একাংশ। তুমুল ভাইরাল হয়ে গিয়েছে অভিনেত্রীর পোস্ট।

Kangana Ranaut and Madhubala

বলিউডের ইতিহাসের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হলেন মধুবালা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘আনারকলি’ বলা হয় তাঁকে। মধুবালার মতো রূপসী অভিনেত্রী খুব কমই পেয়েছে বলিউড। আজ তিনি বেঁচে না থাকলেও তাঁর জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। এখনও সিনেপ্রেমী মানুষদের মধ্যে তাঁকে নিয়ে চর্চা হয়।

এবার সেই মধুবালার সঙ্গেই নিজের তুলনা টেনে বসলেন কঙ্গনা। অভিনেত্রীর কথায় কেরিয়ারের শুরুতে তাঁকে নাকি হুবহু মধুবালার মতোই দেখতে ছিল। নিজের এবং ‘মুঘল-এ-আজম’ অভিনেত্রীর বেশ কিছু ছবি শেয়ার করে নিজের বক্তব্যকে প্রমাণ করার চেষ্টাও করেছেন তিনি।

Kangana Ranaut and Madhubala

খুব কম বয়সেই বলিউডে পা রেখেছিলেন কঙ্গনা। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন বেশ অনেকগুলো বছর। অভিনেত্রীর লুকও অনেকটা বদলেছে। বেড়েছে আত্মবিশ্বাস। নিজের পুরনো দিনের বেশ কিছু ছবি শেয়ার করে সম্প্রতি কঙ্গনা লেখেন, ‘মানুষ চায় আমি পর্দায় সিনেমার দেবী মধুবালার চরিত্রে অভিনয় করি। আমি যখন কেরিয়ার শুরু করি তখন আমায় অল্পবয়সী মধুবালার মতো দেখতে লাগত। তবে এখন লাগে কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত নই’।

Kangana Ranaut compares herself to Madhubala

কঙ্গনার এই পোস্ট দেখেই নেটিজেনদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। একজন নেটাগরিক যেমন লিখেছেন, আত্মবিশ্বাস থাকা ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা ভালো নয়। অনেকের মতে আবার, কঙ্গনার নাকি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। কোন দিক থেকে মধুবালার মতো দেখতে লাগে তাঁকে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥