দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতার (South Indian actor) নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে ওপরের দিকেই থাকবে সুপারস্টার কমল হাসানের (Kamal Haasan) নাম। গত প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। যদিও এত বছর কাটিয়ে ফেলার পরেও অভিনেতার জনপ্রিয়তায় একটুও আঁচ পড়েনি। আজকের প্রতিবেদনটি অবশ্য কমলকে নিয়ে নয়। বরং তাঁর স্ত্রী এবং দুই কন্যাকে (Kamal Haasan family) নিয়ে।
১৯৬০ সালে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন কমল। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু হয়েছিল অভিনেতার। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় করে স্বর্ণ পদক জিতে নিয়েছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। নায়ক হিসেবে কেরিয়ার শুরু করার পর থেকে বাড়তে থাকে কমলের জনপ্রিয়তা। শুধুমাত্র সাউথেই নয়, বলিউডেও বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
কমল এমন একজন অভিনেতা যিনি শুধুমাত্র নিজের কাজের জন্য নয়, বরং ব্যক্তিগত জীবনের সৌজন্যেও বহুবার চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। তা সে বিয়ের আগে কন্যা শ্রুতি হাসানের জন্ম হোক কিংবা একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়ানো হোক। কমলের ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেঁড়া হয়েছে বহুবার।
১৯৭৮ সালে মাত্র ২৪ বছর বয়সে এই দক্ষিণী সুপারস্টার প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। জনপ্রিয় নৃত্যশিল্পী বাণী গণপতির সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। যদিও সেই বিয়ে সুখের হয়নি। বিয়ের ১০ বছর পর ডিভোর্সের পথে হাঁটেন দু’জনে। এরপর অভিনেতার নাম জড়ায় নামী অভিনেত্রী সারিকার সঙ্গে। বেশ কয়েক বছর লিভ ইনেও ছিলেন তাঁরা।
১৯৮৬ সালে জন্ম হয় কমল এবং সারিকার প্রথম মেয়ে শ্রুতির। মেয়ের জন্মের প্রায় ২ বছর পর সাত পাকে বাঁধা পড়েন দু’জনে। ১৯৯১ সালে জন্ম হয় তাঁদের দ্বিতীয় কন্যা অক্ষরার। যদিও প্রথম বিয়ের মতোই দ্বিতীয় বিয়েও সুখের হয়নি কমলের। একসঙ্গে প্রায় ১৬ বছর থাকার পর ২০০৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন হাসান দম্পতি।
সারিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অভিনেত্রী গৌতমীর সঙ্গে সম্পর্কে জড়ান কমল। ২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন দু’জনে। তবে সেই সম্পর্কও টেকেনি। নিজের ব্লগে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন গৌতমী। দু’জনেই এখন নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। অতীত ভুলে কমল এবং গৌতমী মনোনিবেশ করেছেন নিজেদের কাজে।