‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং অভিনেতা রুবেল দাস (Rubel Das) এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় একটি জুটি। প্রসঙ্গত সদ্য গিয়েছে ভ্যালেন্টাইনস ডে। আর এখন বাইরের দেশের মতোই বাঙালিরাও বেশ ধুমধাম করে উদযাপন করে এই ভ্যালেন্টাইন্স ডে।
বলা ভালো গোটা ভ্যালেন্টাইন্স সপ্তাহটাই মেতে থাকেন প্রেমিক প্রেমিকারা। প্রসঙ্গত এই ভ্যালেন্টাইন্স উইকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন প্রমিস ডে। এই বিশেষ দিনটি উদযাপন করতে প্রেমিকা শ্বেতার হাত ধরে সোশ্যাল মিডিয়ায় রুবেল লিখেছিলেন ‘পাশে থাকার অঙ্গীকার’।
প্রেমিকের করা সেই পোস্টের উত্তরে শ্বেতাও লেখেন, ‘থাকবে চিরদিন এই ভালোবাসা’। আর সেই মন্তব্য দেখামাত্রই কমেন্ট সেকশনে একপ্রকার ঝাঁপিয়ে পড়েন নেটিজেনদের একটা বড় অংশ। প্রসঙ্গত রুবেল শ্বেতা দুজনেই একে অপরের সাথে সম্পর্কে আসার আগে অন্য কারো সাথে সম্পর্ক ছিলেন।
কিন্তু কোন কারণে তাদের দুজনেরই সম্পর্ক ভেঙে যায়। তারপর সব ভুলে দু’বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে রয়েছেন এই জুটি। তবে নেটিজেনদের একের পর কটাক্ষ দেখে রুবেল শ্বেতার পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁদের অনুরাগীরাও। তবে শেষ পর্যন্ত ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামেন অভিনেত্রী।
তিনি নিজেই সব অভিযোগ স্বীকার করছেন। তবে শ্বেতার কথায় যা যা বলা হয়েছে সব সত্যি। তিনি নাকি এই কথাগুলোই বলেছিলেন। কিন্তু যখন দেখলেন, যার উপরে ভরসা করে কথাগুলো বলেছিলেন সেই মাঝপথে হাতটা ছেড়ে দিয়ে অন্য কারো হাত ধরেছে তখন তো আর জোর করে সম্পর্কে থাকা যায় না।
তবে সহ অভিনেতা তথা বন্ধু রুবেলের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে শ্বেতা বলেছেন, তাঁর বাবা মা-ও তাকে বলেছিলেন, রুবেল তাঁর জন্য উপযুক্ত। তাই আর দুবার ভাবেননি তিনি। শ্বেতার কথায় ‘যদি এই সম্পর্কটাও দু বছর পর ভেঙে যায় তাহলে সেটা ভবিতব্য বলেই মেনে নেব’।