প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মৃত্যুর পর বেশ কিছুদিন যাবৎ নিজেকে একেবারে গুটিয়ে রেখেছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। অবশেষে স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল ‘রামপ্রসাদ’ (Ramprasad)-এ মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত সব্যসাচী চৌধুরী।
সব্যসাচীর নতুন ভক্তিমূলক এই মেগা সিরিয়াল ‘রামপ্রসাদ’-এর প্রথম প্রমো প্রকাশ্যে আসা মাত্রই একেবারে হইচই পড়ে গিয়েছিল নেটপাড়ায়। মুখভর্তি দাড়ি,গোঁফ কামিয়ে সব্যসাচী ফিরেছেন একেবারে ক্লিন সেভে। তার এই রূপ দেখে এক কথায় মুগ্ধ দর্শক। এই ধারাবাহিকে সব্যসাচীর বিপরীতে রামপ্রসাদের স্ত্রী সর্বানীর চরিত্রে দেখা রয়েছেন ‘সৌদামিনীর সংসার’ খ্যাত সুস্মিলি আচার্য।
এরইমধ্যে সম্প্রতি এই ধারাবাহিকের প্রোমো শ্যুটের অভিজ্ঞতা শেয়ার করলেন খোদ অভিনেতা সব্যসাচী। দীর্ঘ প্রিয় দেড় বছরের বেশি সময় পর কামব্যাক করে সব্যসাচীর মন্তব্য ‘খুব শীঘ্রই রামপ্রসাদ হয়ে আমি পর্দায় আসছি। রামপ্রসাদের কথা অল্প বিস্তর সকলেই জানেন। ১৭১৮ সালে কুমারহট্ট গ্রামে জন্ম গ্রহণ করেন সাধক রামপ্রসাদ সেন। তাঁর জীবনের গোটা যাত্রাপথই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। কেমন ছিলেন রামপ্রসাদ সেন’।
সব্যসাচীর কথায় রামপ্রসাদ একদিকে যেমন সাধক ছিলেন, তেমনই তিনি ছিলেন সংসারীও। স্ত্রী, পুত্র নিয়ে ভরা সংসার ছিল তার। একথা কমবেশি সকলেই জানেন রামপ্রসাদের গানের মধ্যে দিয়ে কীভাবে মা কালীকে উপলব্ধি করা যায়। প্রায় প্রতিটা গানেই মা কালীকে খোঁজার চেষ্টা করেছেন তিনি।
View this post on Instagram
এছাড়া এদিন দর্শকদের সাথে ধারাবাহিকের প্রোমো শ্যুটের অভিজ্ঞতা শেয়ার করে সব্যসাচী জানান, এই ধারাবাহিকের গল্পটি মূলত ১৭০০ সালের মাঝামাঝি সময়ের। সেকথা মাথায় রেখেই নাকি তৈরি হয়েছে সেট।
এপ্রসঙ্গে সব্যসাচীর মন্তব্য ‘ডিসেম্বরের ঠান্ডায় মাঝরাতে শ্যুটিং করতে করতে মনে হয়েছে যে আমি কোথাও দাঁড়িয়ে কয়েকশো বছর পিছিয়ে গেছি’। বিয়ের নিয়ম রীতি বিয়ের মণ্ডপ থেকে শুরু করে বিয়ের প্রপস সবই নাকি পুরনো দিনের। সবশেষে এদিন সবাইকে সিরিয়ালটি দেখার জন্য অনুরোধ করেছেন সব্যসাচী।