স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত ‘গুড্ডি’ (Guddi) ধারাবাহিকটি (Serial) নিয়ে নেটপাড়ায় চর্চা চলতেই থাকে। কখনও ত্রিকোণ প্রেম, কখনও আবার পরকীয়া দেখিয়ে নেটিজেনদের চর্চার কেন্দ্রে উঠে এসেছে এই সিরিয়াল। ধারাবাহিকের কাহিনী বেশ কয়েক বছরের লীপ নেওয়ার পর দর্শকরা ভেবেছিলেন এবার হয়তো অনুজকে (Anuj) নিয়ে গুড্ডি-শিরিনের (Shirin) দড়ি টানাটানি বন্ধ হবে। কিন্তু কোথায় কী! এখন আবার অনুজের পাশাপাশি শিরিনের ছেলেকে নিয়ে লড়াই শুরু হয়ে গিয়েছে দু’জনের।
‘গুড্ডি’ ধারাবাহিকটি নিয়মিত দর্শকরা জানেন, গুড্ডির সঙ্গে যুধাজিতের বিয়ে ঠিক হয়েছিল তখন রীতিমতো পাগল পাগল দশা হয়েছিল অনুজের। এমনকি নিজেকে শেষ করে দেওয়ার জন্য গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্টও করে সে। ‘স্যারজি’র দুর্ঘটনার খবর পেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায় গুড্ডি। হবু বৌমার এই ব্যবহার দেখে বিয়ে ভেঙে দেয় যুধাজিতের মা।
ওদিকে আবার অনুজও ঠিক করে শিরিনকে সে ডিভোর্স দিয়ে দেবে। সেকথা বলা মাত্রই শিরিন জানায়, সে অনুজের সন্তানের মা হতে চলেছে। হবু সন্তানের মুখের দিকে চেয়ে অনুজ ঠিক করে শিরিনের সঙ্গে বিয়ে ভাঙবে না সে। গুড্ডিও সমস্তটা জানতে পেরে যুধাজিৎ’কেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
যদিও বিয়ের মণ্ডপে যুধাজিতের হাত থেকে নয়, বরং নিজেই নিজেকে সিঁদুর পরায় গুড্ডি। এই ট্র্যাকের পরই ধারাবাহিকের কাহিনী বেশ কয়েক বছরের লীপ নেয়। এখন দেখানো হচ্ছে, অনুজ এবং শিরিনের ছেলে হয়েছে এবং সে অনেকটা বড় হয়ে গিয়েছে। তবে স্বামী কিংবা ছেলে কারোর প্রতিই কোনও টান নেই শিরিনের। উল্টে সে নাকি এখন অনুজকে ডিভোর্স দিতে চায়।
অপরদিকে গুড্ডিও এখন কেরিয়ারের ওপরই ফোকাস করেছে। পাশাপাশি শিরিনের ছেলের সঙ্গেও তাঁর সম্পর্ক খুব ভালো।এই বিষয়টিতেই রেগে লাল হয়ে গিয়েছে শিরিন। ছেলেকে খুব বেশি ভালো না বাসলেও গুড্ডির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দেখে জ্বলতে থাকে সে।
হঠাৎ করে ছেলে এবং অনুজকে নিয়ে আগের মতো পজেসিভ হয়ে যায় শিরিন। ফের গুড্ডিকে দোষারোপ করে সে বলতে চায়, গুড্ডি নাকি তাঁর সংসার ভাঙার জন্যই বসে আছে। তবে এতদিন পর বেশ ফর্মে ফিরেছে টুটুলও। শিরিনকে মুখের ওপর টুটুল বলে, এতদিন ধরে এই স্বামী এবং ছেলেকেই অস্বীকার করে আসছিল সে।
শুধু এটুকুই নয়, শিরিন ডিভোর্সও ফাইল করেছিল। তাহলে হঠাৎ করে তাঁদের প্রতি এত ‘আঠা’ কোথা থেকে এল? টুটুলের এই যোগ্য জবাব শুনেই খুশি হয়ে গিয়েছেন দর্শকরা। অনেকদিন পর তাঁকে চেনা ফর্মে দেখে বেশি খুশি হয়েছে গুড্ডিও।