বলিউডের (Bollywood) ইতিহাসের অন্যতম আইকনিক জুটি হল সলমন খান (Salman Khan) এবং ভাগ্যশ্রীর (Bhagyashree) জুটি। এই দুই তারকা অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটি এখনও বি টাউনের ইতিহাসের অন্যতম সেরা প্রেমের সিনেমা হিসেবে গণ্য হয়। বাস্তব জীবনেও সলমন-ভাগ্যশ্রী দারুণ বন্ধু। দু’জনেই দু’জনের ব্যক্তিগত জীবন সম্বন্ধে অনেককিছু জানেন। একবার যেমন ভাগ্যশ্রী এক সাক্ষাৎকারে ভাইজানের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক তথ্য ফাঁস করেছিলেন। সেই সঙ্গেই জানিয়েছিলেন কেন বিয়ে (Marriage) করেননি অভিনেতা।
প্রায় ৬০ বছর বয়স হতে চলল সলমনের, কিন্তু তাও মহিলামহলে তাঁর জনপ্রিয়তা দেখার মতো। অনেক মেয়েই এখনও ‘টাইগার’এর গলায় মালা দিতে চান। কিন্তু সলমন নিজে কোনও সম্পর্কে বাঁধা পড়তে চান না। সেই কারণেই বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ হওয়া সত্ত্বেও বিয়ে (Wedding) থেকে শত হাত দূরে থাকতেই পছন্দ করেন তিনি। অভিনেতার এই সিদ্ধান্তের নেপথ্যের আসল কারণ একবার ভাগ্যশ্রী ফাঁস করেছিলেন।
একবার ওয়াইল্ডফিল্মস ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভাগ্যশ্রী বলেছিলেন, সলমন চাইতেন না কোনও ভালো, ভদ্র মেয়ে তাঁর প্রেমে পড়ুক। কারণ তিনি মনে করতেন তিনি নিজে খারাপ ছেলে। খুব তাড়াতাড়ি একজন মেয়ের থেকে মন উঠে যায় তাঁর। আর সেই কারণেই ভালো, ভদ্র মেয়েদের থেকে দূরে থাকতেই পছন্দ করতেন তিনি।
সলমনকে উদ্ধৃত করে ভাগ্যশ্রী বলেন, ‘আমার মনে হয় না আমি একজন ভালো ছেলে। আমি একজন মানুষের সঙ্গে খুব বেশিদিন থাকতে পারব না। আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই। আর যতদিন অবধি আমি নিজের এই অভ্যাস পরিবর্তন করতে পারছি না, আমি মানুষকে নিজের থেকে দূরে সরিয়ে রাখব। আমি তাঁদের নিজের কাছে আসতে দেব না’।
ভাগ্যশ্রীর কথায়, সলমন এমন একজন অভিনেতা যার প্রেমে মেয়েরা পাগল। সবসময় ভাইজানের পিছনে মেয়েদের লাইন লেগেই থাকত। তবে সলমন প্রেমিক হিসেবে অত্যন্ত ‘পজেসিভ’ ছিলেন বলে জানান অভিনেত্রী। আর সেই কারণে কিছু মেয়ের তাঁকে পছন্দ ছিল না।
সলমন এমন একজন অভিনেতা যার সঙ্গে বলিউডের বহু অভিনেত্রীর নাম জড়িয়েছে। সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ হয়ে হালফিলের পূজা হেগড়ে। কিন্তু কারোর সঙ্গেই তাঁর সম্পর্ক বিয়ে অবধি গড়ায়নি। যদিও ঐশ্বর্য বাদে প্রায় প্রত্যেক প্রাক্তন প্রেমিকার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভাইজানের।