বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘মিঠাই’ (Mithai)। গত দু’বছর ধরে দর্শকদের বিনোদন রসদ জুগিয়ে আসছে এই সিরিয়াল। সময়ের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ‘মিঠাই’য়ের জনপ্রিয়তাও। সম্প্রতি আবার সিরিয়ালে ফিরে এসেছে দর্শকদের প্রিয় মিঠাইরানীও। শিবরাত্রি স্পেশ্যাল এপিসোডে দারুণ চমক পেয়েছিলেন দর্শকরা। যদিও মিঠাইয়ের এন্ট্রির পর বেশ কয়েকটি পর্ব হয়ে গেলেও এখনও উচ্ছেবাবুর সঙ্গে তাঁর দেখা হয়নি।
তবে দেখা না হলেও সিদ্ধার্থ (Siddhartha) কিন্তু মিঠাইরানীর উপস্থিতির কথা আঁচ করে ফেলেছে। মনে মনে সে সন্দেহ করছে, মিষ্টির মা’ই আসলে তাঁর মিঠাই। কিন্তু নফরচাঁদ ও তাঁর ছেলে রনি মিঠাইকে লুকিয়ে রেখেছে। ওদিকে আবার সিড বাড়ি ফিরে এসে সকলকে বোঝানোর চেষ্টা করে সে মিঠাইকে দেখেছে। কিন্তু মনোহরার কোনও সদস্যই তাঁর কথায় বিশ্বাস করে না।
প্রত্যেকেই ধরে নিয়েছে মিঠাই মৃত। তাই সে কোনও দিন আর ফিরে আসবে না। শুধু তাই নয়, তাঁরা এখন মিঠাইকে ভুলে মিঠির সঙ্গে সিদ্ধার্থকে সংসার পাতার কথাও বলছে। ঠাম্মি, নন্দা, তোর্সা, শ্রীয়ের মুখে একথা শুনেই দর্শকরা রেগে আগুন হয়ে গিয়েছেন।
আসলে ‘মিঠাই’ ভক্তরা আশা করেছিলেন, সিদ্ধার্থের মুখে মিঠাইয়ের বেঁচে থাকার খবর শোনামাত্রই আনন্দে ফেটে পড়বে মনোহরার প্রত্যেক সদস্য। বাড়ির বৌকে বাঁচিয়ে আনার জন্য সিডকে সাহায্য করবে তাঁরা। কিন্তু এখন দেখা যাচ্ছে, মিঠি ছাড়া সিদ্ধার্থের পাশে কেউই দাঁড়াচ্ছে না। এমনকি ঠাম্মি কড়াভাবে জানিয়ে দিয়েছে, সিদ্ধার্থকে মিঠির সঙ্গেই সংসার করতে হবে।
মনোহরার সদস্যদের এমন ব্যবহার দেখে প্রচণ্ড রেখে গিয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। একজন যেমন লিখেছেন, ‘ঠাম্মি থেকে শুরু করে সবাই চাইছে মিঠির সাথে সিডের সম্পর্ক হোক। সিড কি সবার হাতের পুতুল? আমরাও চাই মিঠির জীবনটা সুন্দর করে গড়ে উঠূক। তবে সেটা মোটেই সিদ্ধার্থের সঙ্গে নয়’।
তবে ঠাম্মি এবং হল্লা পার্টির সদস্যরা যাই বলুক না কেন, মিঠি সিদ্ধার্থের পাশে দাঁড়ানোয় খুশি হয়েছেন দর্শকরা। তাঁদের মতে, মিঠি প্রথম থেকেই দেখে এসেছে উচ্ছেবাবুর মনপ্রাণ জুড়ে শুধুমাত্র মিঠাইরানীই রয়েছে। তাই মিঠাই ফিরে এলে ‘সিধাই’য়ের মিল করে মিঠি চলে যাবে বলেই মনে করছেন দর্শকদের একাংশ।