জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Poth Jodi na Sesh Hoi)। গত বছরের শেষেই টিভির পর্দায় শেষ হয়েছে এই সিরিয়াল। ভিন্ন স্বাদের এই ধারাবাহিকে নায়িকা উর্মি আর নায়ক সাত্যকি ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় ছিল আরও একাধিক পছন্দের চরিত্র।
তাদের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় চরিত্র ছিল সত্যকির কাকিমা ওরফে ‘বগলা কাকিমা’। আসলে এই ধারাবাহিকে তাঁর বলা একটি জনপ্রিয় সংলাপ ছিল ‘মা বগলার দয়ায়’। এই সংলাপ দর্শকমহলে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকদের কাছে তাঁর নামই হয়ে যায় ‘বগলা কাকিমা’। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জী (Suchandra Banerjee)।
এই পথ যদি শেষ না হয় সিরিয়াল শেষ হওয়ার পর অনুরাগীরা তাঁকে ভীষণ মিস করছিলেন।সকলেই টেলিভিশনের পর্দায় তাঁর কামব্যাকের অপেক্ষায় ছিলেন। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটেছে। সদ্য জি বাংলারই এক জনপ্রিয় সিরিয়াল রাঙা বৌ’তে খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
শ্রুতি দাস গৌরব রায়চৌধুরী অভিনীত এই নতুন সিরিয়ালে সুচন্দ্রা অভিনীত চরিত্রের নাম হয়েছে চিত্রলেখা (Chitralekha)।সদ্য সিরিয়ালে দেখা যাচ্ছে রাঙা বৌ পাখির জায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। যে সারাক্ষণ শুধু পাখিকে হেনস্থা করার জন্য মুখিয়ে থাকে।
এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন পাখিকে বারবার সবার সামনে অপমানিত হতে দেখার জন্য বারবার পাখির বানানো খাবারে নুন মিশিয়ে দিচ্ছে সে। প্রসঙ্গত বাস্তব জীবনে এই অভিনেত্রী ঘুরতেও দারুন ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝেমধ্যেই তাঁর ঘুরে বেড়ানোর ছবি দেখতে পান সকলেই।
সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুন সক্রিয় এই অভিনেত্রী। মাঝেমধ্যেই তাঁর বানানো মজার রীল গুলি দারুন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা একটি বক্তব্য নিয়ে রীল বানিয়ে ব্যাপক চর্চায় এসেছিলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ভাইরাল হয় ঝড়ের বেগে। কমেন্ট সেকশনে উপচে পড়ে অসংখ্য নেটিজেনদের মন্তব্য।