বাস্তবের রোমিও-জুলিয়েট তকমা দেওয়া হয়েছে তাঁদের। সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) এবং ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) প্রেমকাহিনী কোনও সিনেমার চেয়ে কম নয়। অপূর্ণতাতেই পূর্ণতা পেয়েছে তাঁদের প্রেম। এ এমন এক ভালোবাসার গল্প, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক বেদনা, কষ্ট। এবার সেই গল্পই ফুটে উঠল একটি নাটকে (Drama)। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই নাটকের ভিডিও।
সব্যসাচী এবং ঐন্দ্রিলার গল্প (Love story) কমবেশি আমরা প্রত্যেকেই জানি। কীভাবে কাজের সূত্রে প্রথম আলাপ, এরপর বন্ধুত্ব এবং সেখান থেকে প্রেম হয় তাঁদের। প্রেমিকার জীবনের প্রত্যেকটি লড়াইয়ে সব্যসাচী কীভাবে তাঁর পাশে থেকেছেন তাও কারোর অজানা নয়। ‘জিয়ন কাঠি’ অভিনেত্রীর জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর পাশে ছিলেন ‘রামপ্রসাদ’ অভিনেতা। সাহস জুগিয়েছিলেন লড়াই করার।
জীবন যুদ্ধের লড়াইয়ে পরাজিত হলেও অনুরাগীরা ভুলে যাননি ঐন্দ্রিলাকে। এখনও তাঁদের মনে জ্বলজ্বল করছে অভিনেত্রীর সেই প্রাণবন্ত হাসি। গত বছর নভেম্বর মাসে প্রয়াত হন ঐন্দ্রিলা। এখনও প্রেমিকাকে হারানোর ধাক্কা সেভাবে সামলে উঠতে পারেননি সব্যসাচী। তবে নিজেকে আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
এবার সব্যসাচী-ঐন্দ্রিলার সেই কাহিনীই ফুটিয়ে তোলা হল একটি বাংলাদেশি নাটকে। পুরোটা না হলেও তাঁদের জীবনের কিছুটা লড়াই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে। অন্তত দর্শকরা তো তেমনটাই দাবি করেছেন। নাটকের নাম রাখা হয়েছে, ‘কোথায় খুঁজি তারে’।
বাংলাদেশি এই নাটকে ঐন্দ্রিলার ভূমিকায় অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং সব্যসাচীর চরিত্রে দেখা গিয়েছে ফারহানকে। খুব সুন্দরভাবে টলিপাড়ার তারকাজুটির প্রেম কাহিনী পর্দায় ফুটিয়ে তুলেছেন তাঁরা। তানজিন এবং ফারহানকে কুর্নিশ জানিয়েছেন দর্শকরা।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর থেকে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন সব্যসাচী। সশ্যাল মিডিয়া থেকেও বিদায় নেন অভিনেতা। তবে শীঘ্রই নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন তিনি। স্টার জলসার আসন্ন মেগা ‘রামপ্রসাদ’এ মুখ্য চরিত্রে দেখা যাবে সব্যসাচীকে।