• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই নয় পর্দায়, বাস্তবেও ভারত মায়ের জন্য সত্যিই শত্রুর সঙ্গে লড়েছেন এই ৬ বলিউড তারকা

Published on:

6 Bollywood actors who searved Indian Armed Forces

ভারতীয় সেনাবাহিনী (Indian Army) এবং বীর জওয়ান নিয়ে বলিউডে (Bollywood) বহু ছবি তৈরি হয়েছে। ‘LOC কার্গিল’ (LOC Kargil) থেকে শুরু করে ‘শেরশাহ’ (Shershaah)- সেই তালিকায় নাম রয়েছে বহু ব্লকবাস্টার সিনেমার। তবে আপনি কি জানেন, বি টাউনের এমন অনেক তারকা রয়েছেন যারা সত্যি সত্যি একসময় ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন? আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৬ তারকার (Actor) নাম তুলে ধরা হল।

এ আর রহমান (AR Rahman) – তালিকার প্রথম নামটিই হল অস্কার জয়ী এ আর রহমানের। নিজের সঙ্গীত প্রতিভার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা আদায় করা এই শিল্পী নাকি একসময় প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করতেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার বিমান চালাতেন এ আর রহমান। পরে অবশ্য সঙ্গীতের প্রতি টানের জন্য সেই চাকরি ছেড়ে দেন তিনি।

A R Rahman

আনন্দ বক্সী (Anand Bakshi) – ‘মেহেন্দি লাগাকে রাখনা’, ‘কুছ তো লোগ কহেঙ্গে’র মতো একাধিক জনপ্রিয় গানের গীতিকার আনন্দ বক্সীর নামও এই তালিকায় রয়েছে। একসময় তিনি ভারতের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতেন। নৌবাহিনীতে দু’বছর চাকরি করেছিলেন তিনি।

Anand Bakshi

বিক্রমজিৎ কানওয়ারপাল (Bikramjeet Kanwarpal) – ‘মার্ডার ২’, ‘জব তক হ্যায় জান’ সহ একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন বিক্রমজিৎ। বলিউডের এই জনপ্রিয় অভিনেতাও একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন। অবসর গ্রহণ করার পর বিক্রমজিৎ বলিউডে এসে নিজের অভিনেতা হওয়ার স্বপ্নপূরণ করেন।

Bikramjeet Kanwarpal

গুফি পেন্টাল (Gufi Paintal) – ‘মহাভারত’এ শকুনি মামার চরিত্রে গুফিকে দেখেছিলেন দর্শকরা। জনপ্রিয় এই অভিনেতা একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১৯৬২ সালে যখন ভারত-চিনের যুদ্ধ হয়, সেই সময় কলেজ থেকে সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছিল। সেই সময় তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরে অবশ্য সেই চাকরি ছেড়ে বলিউডে পা রাখেন গুফি।

Gufi Paintal

মোহনলাল (Mohanlal) – দক্ষিণ ভারতীয় জনপ্রিয় সুপারস্টার মোহনলালের নামও তালিকায় রয়েছে। সাউথ সুপারস্টার লেফটেন্যান্ট কর্নেল উপাধি পেয়েছিলেন। ২০০৮ সালে তাঁকে ভারতীয় সেনার তরফ থেকে সাম্মানিক পদে নিয়োগ করা হয়েছিল। উল্লেখ্য, মোহনলাল লেফটেন্যান্ট কর্নেল উপাধি পাওয়া প্রথম ভারতীয় অভিনেতা। তাঁর আগে এই সম্মান আর কেউ পাননি।

Mohanlal

রুদ্রাশিস মজুমদার (Rudrashish Majumder) – ‘ছিছোরে’ থেকে শুরু করে ‘জার্সি’ সাম্প্রতিক অতীতে বহু সুপারহিট ছবিতে রুদ্রাশিসকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। জানিয়ে রাখি, বি টাউনের এই সুদর্শন অভিনেতাও একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন।

Rudrashish Majumder

শোনা যায়, রুদ্রাশিস ভারতীয় সেনার মেজর পদে চাকরি করতেন। পরে এই চাকরি ছেড়ে বলিউডে পা রেখেছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥