• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কবে সাত পাক ঘুরছেন প্রভাস-কৃতি? সুখবর দিয়ে বিয়ের দিনক্ষণ জানালেন নায়িকা!

কয়েকদিন আগেই সাত পাক ঘুরেছেন বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’ সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডাবানী। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই শোনা গিয়েছিল এবার বিয়ের (Wedding) পিঁড়িতে বসতে চলেছেন ‘আদিপুরুষ’ জুটি প্রভাস (Prabhas) এবং কৃতি শ্যানন (Kriti Sanon)। জানা গিয়েছিল, মলদ্বীপে বাগদান সম্পন্ন হবে তাঁদের। এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বিষয়ে মুখ খুললেন ‘পাত্রী’ নিজে।

প্রভাস এবং কৃতিকে একসঙ্গে ওম রাউত পরিচালিত ছবি ‘আদিপুরুষ’এ (Adipurush) একসঙ্গে দেখা যাবে। ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি সেই ছবিতে শ্রীরামের চরিত্রে সাউথ সুপারস্টারকে এবং মাতা সীতার ভূমিকায় বলি সুন্দরী অভিনয় করেছেন। শোনা গিয়েছিল, সেই ছবির শ্যুটিং করতে গিয়েই একে অপরকে মন দিয়ে বসেন দু’জনে। এরপর প্রভাস-কৃতির প্রেমের গুঞ্জনে কার্যত শিলমোহর দিয়ে দেন অভিনেতা বরুণ ধাওয়ান।

   

Prabhas and Kriti Sanon wedding

গত বছর বরুণ এবং কৃতি ‘ভেড়িয়া’ ছবির প্রচারের জন্য ‘ঝলক দিখলা জা’য় গিয়েছিলেন। সেখানে করণ জোহর অভিনেতাকে বলিউডের সিঙ্গেল নায়িকাদের নাম জিজ্ঞেস করেন। বরুণের সিঙ্গেল নায়িকার তালিকায় কৃতির নাম ছিল না। এই বিষয়ে বরুণকে জিজ্ঞেস করা হলে তিনি মজার ছলেই জানান, কৃতি সিঙ্গেল নন।

এখানেই থামেননি অভিনেতা। বরুণ সাফ বলেন, ‘কৃতির নাম অন্য একজনের মনে লেখা রয়েছে। তিনি এখন মুম্বইয়ে নেই। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন’। বরুণের মুখ থেকে একথা শোনার পর দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধা হয়নি কারোর। কারণ প্রায় সকলেই জানেন, প্রভাস এবং দীপিকাকে একসঙ্গে ‘প্রোজেক্ট কে’তে দেখা যাবে।

Prabhas and Kriti Sanon engagement

এমনিতেই প্রভাস হলেন বিনোদন দুনিয়ায় ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’দের মধ্যে একজন। অপরদিকে ‘পরম সুন্দরী’ কৃতির চাহিদাও কিছু কম নয়। তাই স্বাভাবিকভাবেই এই দুই তারকার সম্পর্কের কথা শুনে বেশ খুশিই হয়েছিলেন অনুরাগীরা। এবার সম্পূর্ণ বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী নিজে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘আসল ব্যাপারটা হল মানুষের স্মৃতি খুব বেশি দীর্ঘস্থায়ী না। আজ তাঁদের যে বিষয় নিয়ে মাথাব্যথা হয়, কিছু সময় গেলেই সেই বিষয়টাই তাঁরা ভুলে যান। সেই জন্য এমন ভিত্তিহীন জল্পনা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া না দেওয়াই শ্রেয়’। যদিও বলিউডে বহুবার দেখা গিয়েছে, মুখে অস্বীকার করলেও বাস্তবে সম্পর্কে থাকেন তারকারা। পরে বিয়ের ছবি শেয়ার করে সকলকে চমকে দেন তাঁরা। কৃতি এবং প্রভাসের নামও সেই লিস্টে ওঠে কিনা এবার সেটাই দেখার।

site