টলিউডের (Tollywood) নামী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ছেলে অভিমন্যু (Abhimanyu Chatterjee) ওরফে ঝিনুক যে প্রেম করছেন তা প্রায় সকলেই জানেন। তাঁর প্রেমিকার নাম দামিনী ঘোষ (Damini Ghosh)। অভিনেত্রীর ছেলের সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যাবে প্রেমিকার সঙ্গে নানান মুহূর্তের ছবি। দামিনীর সঙ্গে ভালো সম্পর্ক শ্রাবন্তীরও। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলোও করেন দু’জনে।
শ্রাবন্তী-পুত্র খুল্লমখুল্লা প্রেম করছেন তা তো সকলেই জানেন। কিন্তু প্রেমদিবসে (Valentine’s Day) বিশেষ মানুষকে কী উপহার দিলেন তিনি? সকলের মনেই ঘুরপাক খাচ্ছিল এই একটি প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট না দেখতে পেয়ে অনেকেই অনুমান করছিলেন তাহলে কি এবার প্রেমদিবসে একসঙ্গে ছিলেন না অভিমন্যু-দামিনী? তাহলে জানিয়ে রাখি, একেবারেই তেমনটা হয়নি। বরং বেশ ঘটা করেই প্রেমদিবস কাটিয়েছেন দু’জনে।
ভ্যালেন্টাইনস ডে চলে যাবে আর প্রেমিকাকে অভিমন্যু কিছু উপহার দেবেন না তা কি হয়? একটু সময় নিলেও উপহারের ছবি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেদিনের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন দামিনী নিজেই।
অভিমন্যু-প্রেমিকার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের একটি পোশাকে সেজে উঠেছিলেন তিনি। খোলা চুল এবং মানানসই মেক আপে বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে। ভ্যালেন্টাইনস ডে’তে প্রেমিকার জন্য হৃদয়ের আকারের একটি বিশেষ কেক আনিয়েছিলেন শ্রাবন্তী-পুত্র। তাতে লেখা ছিল ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’। সেই সঙ্গে ছিল পানীয়ের গ্লাসও। সেই গ্লাসে আঁকা ছিল একাধিক ঠোঁটের ছাপ।
প্রেমদিবসে প্রেমিকাকে বিশেষ অনুভব করানোয় অভিমন্যু যে কোনও খামতি রাখেননি তা দামিনী পোস্ট দেখেই বেশ বোঝা যাচ্ছে। প্রেমিকের আয়োজনে দামিনীও বেশ খুশি। ভ্যালেন্টাইনস ডে’র ছবিগুলি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘সে যেমন ভালোবাসা খুঁজছিল, তেমন ভালোবাসাই হয়ে উঠেছে। ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা’।
View this post on Instagram
দামিনীর শেয়ার করা ভালোবাসার মোড়া এই পোস্টেও নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে ছাড়েননি। সম্প্রতি অভিমন্যু তাঁর আবাসনের অন্য এক আবাসিকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। সেই বিষয় নিয়ে কটাক্ষ করা হয় দামিনীকে। প্রসঙ্গত, সেই ঝামেলায় শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল পুলিশকে। যদিও কোনও পক্ষের নামেই এফআইআর দায়ের হয়নি। নিজেদের মধ্যেই সেই ঝামেলা মিটিয়ে নেন তাঁরা।