বাস্তব জীবনে আমরা প্রত্যেকেই এমন অনেক মহিলা দেখেছি যারা বিবাহিত পুরুষদের (Married men) গলায় মালা দিয়েছেন। বলিউডেও (Bollywood) এমন অনেক অভিনেত্রী (Actress) রয়েছেন যারা খুশি খুশি ভালোবাসার মানুষের ‘দ্বিতীয় স্ত্রী’র (Second wife) মর্যাদা গ্রহণ করেছেন। এনাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই উঠেছে সংসার ভাঙার মতো গুরুতর অভিযোগ। আজকের প্রতিবেদনে বি টাউনের এমনই ৮ অভিনেত্রীর নাম তুলে ধরা হল যারা বিবাহিত পুরুষদের গলায় মালা দিয়েছেন।
করিনা কাপুর (Kareena Kapoor)- ‘টশন’ ছবির শ্যুটিংয়ের সময় সইফ আলি খানের প্রেমে পড়েন করিনা। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে। যদিও করিনা সইফের প্রথম স্ত্রী নন। এর আগে তিনি অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন। বেবোর গলায় মালা দেওয়ার আগে জন্ম হয়ে গিয়েছিল সইফ-অমৃতার দুই সন্তান সারা এবং ইব্রাহিমেরও। সেই জন্য করিনা যখন সইফকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময় প্রবল কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে।
লারা দত্ত (Lara Dutta)- প্রাক্তন ‘মিস ইউনিভার্স’ লারা দত্ত ২০১১ সালে নামী টেনিস খেলোয়ার মহেশ ভূপতির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মহেশের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন লারা।
শ্রীদেবী (Sridevi)- বলিউডের এই নামী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন কোনও সিনেমার চেয়ে কম নয়। প্রথম স্ত্রীর সঙ্গে বনি কাপুরের বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই শ্রীদেবী তাঁর সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন। শুধু তাই নয়, বিয়ের আগে প্রেগন্যান্টও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেই কারণে তড়িঘড়ি বনি তাঁর প্রথম স্ত্রী মোনা এবং দুই সন্তান অর্জুন এবং অনশুলাকে ছেড়ে শ্রীদেবীকে বিয়ে করে নেন।
রানী মুখার্জি (Rani Mukerji)- সংসার ভাঙার অভিযোগ রয়েছে বঙ্গ তনয়া রানীর বিরুদ্ধেও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রানী এবং আদিত্য চোপড়া দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে ছিলেন। রানীর কারণেই নাকি শেষ অবধি প্রথম স্ত্রী পায়েল খান্নাকে ডিভোর্স দিয়েছিলেন যশ রাজ ফিল্মসের কর্ণধার।
রবীনা ট্যান্ডন (Raveena Tandon)- ২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানির গলায় মালা দিয়েছিলেন রবীনা ট্যান্ডন। এরপর অনিলের প্রথম স্ত্রী দাবি করেন, রবীনার সঙ্গে তাঁর স্বামী পরকীয়ায় জড়িয়েছিলেন। আর সেই কারণেই তাঁদের বিয়ে ভেঙেছিল।
কল্কি কোয়েচলিন (Kalki Koechlin)- ‘দেব ডি’র শ্যুটিংয়ের সময় কল্কির সঙ্গে প্রথম দেখা হয়েছিল পরিচালক অনুরাগ কাশ্যপের। তিনি তখনও আরতি বাজাজের স্বামী ছিলেন। বিচ্ছেদ হয়নি তাঁদের। এরপর ২০১১ সালে প্রথম স্ত্রীকে ছেড়ে কল্কির গলায় মালা দেন অনুরাগ। যদিও সেই বিয়ে টেকেনি। ২০১৫ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।
শিল্পা শেট্টি (Shilpa Shetty)- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পার নামও এই লিস্টে রয়েছে। শোনা যায়, শিল্পার স্বামী রাজ ছিলেন তাঁর অন্ধভক্ত। পরে এই বিবাহিত ‘অন্ধভক্ত’কেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অভিনেত্রী।
করিশ্মা কাপুর (Karishma Kapoor)- বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর এবং অভিষেক বচ্চনের বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল। দুই তারকা বাগদানও হয়ে যায়। কিন্তু এরপর আচমকাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দু’জনে।
অভিষেকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর করিশ্মা নামী ইন্ডাস্ট্রিয়ালিস্ট সঞ্জয় কাপুরের সঙ্গে সাত পাক ঘোরেন। সঞ্জয়ের প্রথম স্ত্রী ছিলেন নামী ফ্যাশান ডিজাইনার নন্দিতা মেহতানি। যদিও করিশ্মা এবং সঞ্জয়ের বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। স্বামীর থেকে আলাদা থাকেন অভিনেত্রী।