• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যাটরিনাকে ‘মাতৃসুখ’ দিতে ব্যর্থ! নিজের মুখেই স্বীকার করলেন স্বামী ভিকি কৌশল

Published on:

Vicky Kaushal reveals why he and Katrina Kaif are not having babies now

বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল (Vicky Kaushal)। দু’জনেই হলেন ইন্ডাস্ট্রির প্রথম সারির সুপারস্টার। স্বাভাবিকভাবেই তাঁদের নিয়ে সংবাদমাধ্যম এবং নেটপাড়া- দু’জায়গাতেই চর্চা লেগে থাকে। সম্প্রতি যেমন তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। যা জানার পর অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে।

ভিকি এবং ক্যাটরিনা বি টাউনের এমন দুই তারকা যারা নিজেদের ব্যক্তিগত জীবন পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন। প্রেম থেকে শুরু করে বিয়ে- সব কিছুই চুপিসারে করেছেন তাঁরা। কিন্তু এবার প্রেগন্যান্সির (Pregnancy) বিষয়টি আর গোপন রাখলেন না। বরং নিজেদের অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয় সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা।

Katrina Kaif and Vicky Kaushal

বেশ অনেকটা সময় চুটিয়ে প্রেম করার পর ২০২১ সালের শেষের দিকে সাত পাক ঘুরেছিলেন ভিকি এবং ক্যাটরিনা। বিয়ের পর থেকে বহুবার অভিনেত্রীর প্রেগন্যান্সির গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু প্রত্যেকবারই জানা যায় সেই খবর ভুয়ো। এবার আসল বিষয়টি খোলসা করে জানালেন ভিকি নিজেই।

শোনা গিয়েছে, প্রবল ইচ্ছা থাকলেও এখনই মা-বাবা হওয়ার সুখ ভোগ করতে পারছেন না ক্যাটরিনা এবং ভিকি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন ভিকি নিজে। অভিনেতা সাফ জানান, তিনি কেন এখনই ক্যাটরিনাকে মা হওয়ার সুখ দিতে পারছেন না। ‘উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ অভিনেতার সেই বয়ান শুনে অবাক হয়ে গিয়েছেন অনেকেই।

Vicky Kaushal on having babies with Katrina Kaif

২০২১ সালে গাঁটছড়া বাঁধার পর থেকে একসঙ্গে সুখে সংসার করছেন ‘ভিক্যাট’ জুটি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাঁদের সাংসারিক জীবনের নানান সুন্দর মুহূর্তের ঝলক দেখতে পাওয়া যায়। অনুরাগীদের একাংশের বক্তব্য, এখন শুধু খুদে সদস্য আসাই বাকি রয়েছে। তবে সম্প্রতি ভিকি জানিয়ে দিয়েছেন, এখনই ক্যাটকে মা হওয়ার সুখ দিতে পারছেন না।

অভিনেতার কথায়, আসলে ক্যাটরিনা নিজে এখনও মা হওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি নন। আপাতত নিজের কাজের ওপরই সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে চান অভিনেত্রী। স্ত্রীয়ের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন ভিকি। আর সেই কারণে এখনই কোনও ‘সুখবর’ শোনাতে পারছেন না তাঁরা। সম্প্রতি এই কথাটিই সকলের সঙ্গে ভাগ করে নিয়ে ফের একবার আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মিস্টার অ্যান্ড মিসেস কৌশল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥