• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের জন্য দারুন খবর! শীঘ্রই এই নতুন ধারাবাহিকে জুটি বাঁধছে ‘নবাব নন্দিনী’ জুটি

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় জুটি হলেন অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh) এবং অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। ছোট পর্দার দর্শকদের কাছে তাঁরা যদিও আর্য (Arjo) এবং চারু (Charu) নামেই পরিচিত। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সাঁঝের বাতি’র (Sanjher Bati) এই জুটিকে আজও ভোলেননি দর্শক।

শোনা যাচ্ছে আরও একবার টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন এই জনপ্রিয় জুটি। প্রসঙ্গত কিছুদিন আগেই টিভির পর্দায় শেষ হয়েছে দেবচন্দ্রিমা অভিনীত সিরিয়াল ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। এই সিরিয়ালের তাঁর বিপরীতে জুটি বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন, কিন্তু দর্শকমহলে সেভাবে ছাপ ফেলতে পারেনি সাহেব চিঠির জুটি। কম টিআরপি-র কারণে মাত্র ৬ মাসেই শেষ হয়েছে এই সিরিয়াল।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নবাব নন্দিনী,Nabab Nandini,সাহেবের চিঠি,Saheber Chithi,রিজওয়ান রাব্বানি শেখ,Rezwan Rabbani Sheikh,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,নতুন সিরিয়াল,New Serial,জল্পনা,Rumour,সোশ্যাল মিডিয়া,Social Media

অন্যদিকে বন্ধের মুখে স্টার জলসায় রেজওয়ান অভিনীত জনপ্রিয় সিরিয়াল নবাব নন্দিনী। জানা যাচ্ছে ইতিমধ্যেই শেষ হয়েছে এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। এরইমধ্যে যাচ্ছে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি স্টার জলসায় আসবে আরও একটি নতুন সিরিয়াল। সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে একটি বড়সড় আপডেট দিয়েছেন একজন অনুরাগী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নবাব নন্দিনী,Nabab Nandini,সাহেবের চিঠি,Saheber Chithi,রিজওয়ান রাব্বানি শেখ,Rezwan Rabbani Sheikh,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,নতুন সিরিয়াল,New Serial,জল্পনা,Rumour,সোশ্যাল মিডিয়া,Social Media

এদিন একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ‘সাঁঝের বাতি সিরিয়ালের জুটি আবারও ফিরছে একসাথে।কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ কিছু দিন সম্প্রচার হওয়ার পর এক্রোপলিস নতুন সিরিয়ালের কাজ শুরু করবে। শোনা যাচ্ছে ধারাবাহিকটি প্রেমের কাহিনী দিয়ে আরম্ভ হবে।চ্যালেনের সাথে প্রোডাকশনের কথাবার্তা প্রায়ই ঠিকঠাক হয়ে গেছে’। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনো আপডেট পাওয়া যায়নি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নবাব নন্দিনী,Nabab Nandini,সাহেবের চিঠি,Saheber Chithi,রিজওয়ান রাব্বানি শেখ,Rezwan Rabbani Sheikh,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,নতুন সিরিয়াল,New Serial,জল্পনা,Rumour,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত দিনের পর দিন TRP কমতে শুরু করলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সিরিয়াল। এটাই এখন বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। তাই কোনো সিরিয়ালের আয়ু শেষ হচ্ছে ৩ মাসে তো কারও বড়জোর ৬ মাস। যদিও একথাও ঠিক পুরনো সিরিয়াল শেষ হলেও তাঁর জায়গায় আসছে আরও একঝাঁক নতুন সিরিয়াল। সেইসাথে ফিরছেন পুরনো জুটি থেকে শুরু করে পুরনো অভিনেতা অভিনেত্রীরাও।

site