নব্বইয়ের দশককে বলিউডের (90’s Bollywood) ‘স্বর্ণযুগ’ আখ্যা দিয়েছেন বহু চলচ্চিত্র বিশেষজ্ঞ। কারণ সেই সময় ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছিলেন একাধিক সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রীরা (Actress)। দর্শকদের উপহার দিচ্ছিলেন একের পর এক সুপারহিট ছবি। আজকের প্রতিবেদনে স্বর্ণযুগের বলিউডের এমনই ৫ জনপ্রিয় নায়িকার বিয়ের লুকের (Bridal Look) ছবি তুলে ধরা হল, যা হয়তো অনেকেই দেখেননি।
শিল্পা শেট্টি (Shilpa Shetty) – বলিউডের নামী অভিনেত্রী শিল্পা শেট্টি ২০০৯ সালে ২২ নভেম্বর নামী ব্যবসায় ইরাজ কুন্দ্রার সঙ্গে সাত পাক ঘুরেছেন। জীবনের এই বিশেষ দিনে অভিনেত্রী পরেছিলেন সোনালি জরির কাজ করা একটি লাল রঙের শাড়ি। সেই শাড়িটি ডিজাইন করেছিলেন নামী ফ্যাশান ডিজাইনার তরুণ তাহিলিয়ানি।
রবিনা ট্যান্ডন (Raveena Tandon) – বি টাউনের এই নামী নায়িকা বিয়ে করেছেন নামী ব্যবসায়ী অনিল থাডানিকে। ২০০৪ সালে ২২ ফেব্রুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। ‘আরণ্যক’ অভিনেত্রী বিয়ের দিন সেজে উঠেছিলেন ভারী কাজের একটি লেহেঙ্গায়। সেই সঙ্গে মানানসই গয়না দিয়ে নিজের লুক সম্পূর্ণ করেছিলেন রবিনা।
করিশ্মা কাপুর (Karishma Kapoor) – বলিউডের সম্ভ্রান্ত কাপুর পরিবারের মেয়ে এবং নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর ২০০৩ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের দিন নায়িকা সেজে উঠেছিলেন হালকা গোলাপি রঙের একটি লেহেঙ্গায়। উল্লেখ্য, ঘটা করে সাত পাক ঘুরলেও করিশ্মা-সঞ্জয়ের বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।
কাজল (Kajol) – নব্বইয়ের দশকের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল বলিউড সুপারস্টার অজয় দেবগণের স্ত্রী। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ নায়িকা। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি ছাদনাতলায় বসেছিলেন অজয় এবং কাজল। বিয়ের দিন চিরাচরিত লাল নয়, বরং সবুজ রঙের একটি শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী।
জুহি চাওলা (Juhi Chawla) – তালিকার সর্বশেষ নামটি হল বি টাউনের নামী অভিনেত্রী জুহি চাওলার। শিল্পা, রবিনার মতো জুহিও এক ব্যবসায়ীর গলায় মালা দিয়েছেন।
জুহির স্বামীর নাম জয় মেহতা। বিয়ের দিন অভিনেত্রী সেজে উঠেছিলেন লাল রঙের একটি শাড়িতে। নববধূর লুকে অসম্ভব সুন্দরী দেখাচ্ছিল ‘কেকেআর’ মালকিনকে।