• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতার রাস্তায় প্রেম করছেন রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য! ভিডিও ফাঁস হতেই হইচই নেটপাড়ায়

Published on:

Ranjit Mallick,Aparajita Adhya,Ranjit Mallick Aparajita Adhya,Love Marriage,movie,cinema,Tollywood,entertainment,gossip,Tollywood gossip,রঞ্জিত মল্লিক,অপরাজিতা আঢ্য,রঞ্জিত মল্লিক অপরাজিতা আঢ্য,লাভ ম্যারেজ,সিনেমা,টলিউড,গসিপ,টলিউড গসিপ,বিনোদন

চুটিয়ে প্রেম করছেন টলিপাড়ার (Tollywood) দুই নামী তারকা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)! হ্যাঁ, ঠিকই দেখছেন। সত্যি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন ইন্ডাস্ট্রির এই দুই তারকা। তাঁদের প্রেমের ভিডিও (Video) ইতিমধ্যেই তুমুল ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গেই শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে। যেভাবে প্রকাশ্য রাস্তায় রঞ্জিত এবং অপরাজিতা প্রেম করছেন তা দেখে চোখ কপালে উঠেছে অনেকের।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে, কাউকে তোয়াক্কা না করেই প্রেম করে বেড়াচ্ছেন রঞ্জিত এবং অপরাজিতা। প্রেমদিবসের (Valentine’s Day) দিন আবার একত্রে প্রেম নিবেদনও করেছিলেন এই দুই তারকা। আপনিও নিশ্চয়ই ভাবছেন, দু’জনেরই সন্তান রয়েছে, সংসার রয়েছে। কিন্তু তা সত্ত্বেও লোকলজ্জার ভয় না পেয়ে এমনটা কীভাবে করছেন?

Ranjit Mallick and Aparajita Adhya

তাহলে জানিয়ে রাখি, ঠিক এখানেই রয়েছে একটি টুইস্ট। কারণ আপনি যেমনটা ভাবছেন বাস্তবে কিন্তু তেমনটা মোটেই হয়নি। আসলে বাস্তবে নয়, বরং পর্দায় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রঞ্জিত এবং অপরাজিতা। মুক্তি পেতে চলা ‘লাভ ম্যারেজ’ (Love Marriage) ছবিতে দেখা যাবে তাঁদের প্রেমপর্ব।

‘লাভ ম্যারেজ’ ছবির ট্রেলার (Trailer) দেখলে রঞ্জিত-অপরাজিতার প্রেম ছাড়াও আরও একটি বিষয় বুঝতে পারবেন। আর সেটি হল, কেন সেদিন অঙ্কুশ বলেছিলেন ঐন্দ্রিলার সঙ্গে তাঁর বিয়েটা হবে কিনা তা তাঁর জানা নেই। ট্রেলারে দেখা যাচ্ছে, প্রেমিকা ঐন্দ্রিলাকে বিয়ে করতে চাইছেন অঙ্কুশ। কিন্তু সেই বিয়ের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন তাঁরা বাবা রঞ্জিত। কারণ তিনি এই প্রেম বিষয়টিকে একেবারেই পছন্দ করেন না।

Ranjit Mallick and Aparajita Adhya, Love Marriage

ওদিকে আবার ভাগ্নের এমন অবস্থা দেখে অঙ্কুশের মামা তাঁকে আশ্বস্ত করেন, দু-তিনজন মেয়ে দেখার পর ঐন্দ্রিলাকে পাত্রী হিসেবে তিনি নিয়ে আসবেন। কিন্তু এই পাত্রী দেখতে গিয়েই বাঁধে বিপত্তি। ঐন্দ্রিলার মা অপরাজিতাকে দেখে অবাক হয়ে যান রঞ্জিত।

দুই প্রাক্তন মুখোমুখি হয়ে প্রথমে অবাক হলেও, পরে ছেলে-মেয়ের বিয়ে ভুলে নিজেদের প্রেম পর্ব শুরু করে দেন! রঞ্জিত এবং অপরাজিতা মিলে শহরের নানান জায়গায় একসঙ্গে ঘুরে বেড়াতে শুরু করেন। ছেলের প্রেম করে বিয়ে করায় রঞ্জিতের আপত্তি থাকলেও নিজের বেলায় সেসব উধাও হয়ে যায়! মোদ্দা কথা, ‘লাভ’ আর ‘ম্যারেজ’ই সব ঝামেলার মূল। এবার এটাই দেখার, সব বাধা কাটিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েটা শেষ পর্যন্ত হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥