• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দু কান কাটা গুড্ডি, অনুজের পর শিরিনের ছেলেকে নিয়েও টানাটানি, খচে লাল দর্শক

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত বাংলা সিরিয়াল (Bengali Serial) হল গুড্ডি (Guddi)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির (Leena Ganguly) লেখা এই সিরিয়ালের নায়ক নায়িকা গুড্ডি আর অনুজের (Anuj) খোলামেলা পরকীয়া (Extra Marital Affair) দেখে দর্শকদের বিরক্তির শেষ নেই। যার জেরে ইতিপূর্বে বহুবার সিরিয়াল বয়কট করারও ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। 

ধারাবাহিকের শুরুতেই অনুজের (Anuj) সাথে দুই নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin) ত্রিকোণ প্রেম দেখা গিয়েছিল। পরবর্তীতে যা মাত্রা ছাড়িয়ে যায়। যদিও পরবর্তীতে গুড্ডির জীবনে এসেছে নতুন নায়ক যুধাজিৎ (Judhajit)। নানান  নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়েই বিয়েও হয়ে গিয়েছে গুড্ডি আর যুধাজিৎ-এর। যদিও তাঁরা স্বামী-স্ত্রী শুধু বাইরের মানুষের কাছে। বন্ধ দরজার ভিতরে তাদের সম্পর্কটা এখন শুধু এক অদ্ভুত বোঝাপড়ার মধ্যে দাঁড়িয়ে। 

   

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,অনুজ,Anuj,পরকীয়া,Extra Marital Affair,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলড,Trolled

এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে গুড্ডির জীবনের নতুন অধ্যায় শুরুর ঝলক। যেখানে দেখা যাচ্ছে স্বপ্ন পূরণ করে এখন বড় অফিসার হয়েছে গুড্ডি। পরনে তার পুলিশের উর্দি চোখে রোদচশমা। গাড়ি থেকে নেমে সে সোজা এগিয়ে চলেছে মঞ্চের দিকে। এখন সে কাজ করে ডিআইজি অনুজের অধীনে। মঞ্চে দাঁড়িয়ে অনুজ প্রশংসায় ভরিয়ে দিচ্ছে গুড্ডিকে।

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের এক নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে গ্রামে সাঁওতালি গানে নাচের তালে মেতে উঠেছে গুড্ডি। যা ছেলে গুবলুকে পাশে নিয়ে দেখছে অনুজ। এরপরেই দেখা যায় গুড্ডি এসে শিরিনের ছেলে কে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছে গুড্ডি। যা দেখে রেগে গিয়ে অনুজ জানায় সে ইটা করতে পারে না তাকে সে এই অধিকার দেয়নি। তখন গুড্ডিও বলে অনুজ যেন তার সাথে এইভাবে কথা না বলেন।
স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,লীনা গাঙ্গুলি,Leena Ganguly,অনুজ,Anuj,পরকীয়া,Extra Marital Affair,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলড,Trolled

কিন্তু এখন দর্শকরা রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন খোদ সিরিয়ালের নায়িকা গুড্ডির ওপর। তাই ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘বেহায়া মেয়ে শিরিনের জীবনটা শেষ করে শান্তি হয়নি এবার শিরিন অনুজের বাচ্চার মাথা খাওয়া শুরু করেছে। কিভাবে অনুজের এটেনশন নিয়ে আবার রাত কাটাবে তার বাহানা।’

site