• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার দুই ভিলেন বাস্তবে স্বামী-স্ত্রী! রইল রাজা নবনীতার ‘ব্রেন ওয়াশ’ করা ভালোবাসার কাহিনী

Published on:

Nabonita Dey Chatterjee Raja Chatterjee

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দুই জনপ্রিয় খলনায়ক খলনায়িকা (Villain) হলেন রাজা চ্যাটার্জী (Raja Chatterjee) এবং নবনীতা দে চ্যাটার্জী(Nabonita Dey Chatterjee)। জি বাংলার  (Zee Bangla) ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে খলনায়িকা অর্থাৎ উর্মির মামণির চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডে এই দম্পতি এসেছিলেন জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের (Didi No 1) মঞ্চে।

সেখানে নিজেদের প্রেমে পড়ার গল্প থেকে শুরু করে সুখী দাম্পত্য জীবন একাধিক বিষয় নিয়ে খোলামেলা আড্ডায় বসেছিলেন এই দম্পত্তি। পর্দায় দুজনেই খলনায়িকা হলেও বাস্তবে দুজনেই কিন্তু দারুন মজার মানুষ। সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়ের (Rachna Banerjee) সাথে কথায় কথায় এই দম্পতি জানান একটা সিরিয়াল করতে গিয়েই শুরু হয় তাদের সম্পর্ক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ভিলেন,Villain,রাজা চ্যাটার্জী,Raja Chatterjee,নবনীতা দে চ্যাটার্জী,Nabonita Dey Chatterjee,জি বাংলা,Zee Bangla,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জী,রচনা বন্দোপাধ্যায়,Rachna Banerjee

নবনীতা জানান বন্ধু বান্ধবরা তাঁদের সম্পর্ক নিয়ে এত কথা বলেছে যে একসময় তাদের প্রেমটা হয়েই যায়। রাজা জানান ২০১৬ সালে সপ্তমীতে তাঁর বাড়িতে সবাই মিলে  আড্ডা দিতে এসেছিলেন সেখানেই সবাই একেবারে চেপে ধরেছিলেন অভিনেত্রীকে। তাই তখন একপ্রকার বন্ধুদের চাপেই সেসময় রাজাকে হ্যাঁ বলে দিয়েছিলেন অভিনেত্রী।

আসলে রাজা অভিনয় করছেন বহুদিন ধরে। তাই রাজাকে নবনীতা দাদা বলেই ভাবতেন। কিন্তু নবনীতাকে রাজার এতটাই পছন্দ ছিল যে শুটিং শেষে তিনি সবাইকে বলতেন শুটিংয়ের পর বাড়িতে গেলেই খাওয়াবেন। কিন্তু তার জন্য নবনীতাকে তাঁর কথা বলতে হবে। নবনীতার কথায় শুটিং ফ্লোরের সবাইকে রীতিমতো ব্রেন ওয়াস করেছিলেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ভিলেন,Villain,রাজা চ্যাটার্জী,Raja Chatterjee,নবনীতা দে চ্যাটার্জী,Nabonita Dey Chatterjee,জি বাংলা,Zee Bangla,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জী,রচনা বন্দোপাধ্যায়,Rachna Banerjee

বিয়ের পর এখন সুখী গৃহকোণ এই তারকা দম্পতির। তাদের ঘর আলো করে রয়েছে এক ফুটফুটে কন্যা সন্তান। তবে নবনীতার কথায় তাঁর থেকে অনেক বেশি সংসারী তাঁর স্বামী। আর তিনি ঠিক যতটা কথা বলেন তাঁর স্বামী ঠিক ততটা কম কথা বলেন। প্রসঙ্গত আগের সিরিয়ালে দাপুটে খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও নবনীতাকে এখন দেখা যাচ্ছে আদ্যোপান্ত অত্যন্ত সরল সাধাসিধে একজন পজিটিভ চরিত্রে। বর্তমানে তিনি জি বাংলার ‘রাঙা বৌ’ সিরিয়ালে কুশের বড় বৌদির চরিত্রে অভিনয় করছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥