• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক্কাদোক্কার রাধিকার দিদির স্বামী হলেন জনপ্রিয় সুপারস্টার! রইল তাঁর নাম পরিচয়

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। একটা সময় তিনি চুটিয়ে অভিনয় করেছেন একাধিক বাংলা সিরিয়ালের (Bengali Serial) নায়িকার চরিত্রে। তালিকায় রয়েছে এখানে আকাশ নীলের হিয়া থেকে শুরু করে কোজাগরীর ফুলঝুরি কিংবা কুসুমদোলা সিরিয়ালের রূপকথার মতো চরিত্র।

উলেখ্য অপরাজিতা কুসুমদোলা সিরিয়ালে অভিনয় করার পর চার বছর বিরতি নিয়েছিলেন। এরপর নায়িকা থেকে একেবারে পার্শ্ব চরিত্র হয়ে ফিরলেন টেলিভিশনের পর্দায়। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে লীনা গাঙ্গুলির লেখা স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘এক্কা দোক্কা’-তে। এই সিরিয়ালে অপরাজিতা অভিনয় করছেন নায়িকা রাধিকার দিদি অঙ্কিতার চরিত্রে।

   

Aparajita Ghosh serial comeback

প্রসঙ্গত ‘একদিন প্রতিদিন’ সিরিয়ালে মোহর চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়েই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। প্রথম সিরিয়ালেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সুযোগ  সিরিয়ালে অভিনয়ের। একে তিনি অভিনয় করেছেন বিজয়িনী, এখানে আকাশ নীল, চেকমেট, কোজাগরী, কুসুম দোলা,উল্টো পুরানের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে।
Ritwick Chakraborty with wife Aparajita Ghosh

অভিনয় করেছেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, ‘ভেংচি’, ‘পোস্ত’,‘বাকিটা ব্যক্তিগত’, ‘এক ফালি রোদ’, ‘তখন ত্রিশ’, ‘হাতে রইলো পিস্তল’, ‘চলো লেটস গো’-র মতো একাধিক জনপ্রিয় সব সিনেমায়। জানা যায় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর অঞ্জন দত্তের ‘ইতি শ্রীকান্ত’ ছবির হাত ধরেই প্রথম টলিউডের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। সেইসাথে চুটিয়ে অভিনয় করেছেন বাংলা সিরিয়ালে।

এই অভিনয় জগতে এসেই অপরাজিতা খুঁজে পেয়েছিলেন তাঁর মনের মানুষকে। অপরাজিতার স্বামীও বাংলা সিনামজগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। তিনি আর কেউ নন। নগর কীর্তন খ্যাত জনপ্রিয় টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Writtick Chakraborty)। ঋত্বিক-অপরাজিতা বিয়ে করেছেন বহু বছর আগে।
টলিউড,Tollywood,অপরাজিতা ঘোষ দাস,Aparajita Ghosh Das,বাংলা সিরিয়াল,Bengali Serial,এক্কা দোক্কা,Ekka Dokka,প্রধান চরিত্র,Lead Role,পার্শ্ব চরিত্র,Side Role,স্বামীর পরিচয়,Husband Identity,ঋত্বিক চক্রবর্তী.Writtick Chakrabortyজনপ্রিয় এই তারকা জুটির একমাত্র ছেলে উপমন্যু চক্রবর্তী। তার ডাক নাম ‘পান্ত’। তাঁকে নিয়েই এখন সুখের সংসার ঋত্বিক-অপরাজিতার। ছেলের জন্যই কিছুদিন অভিনয় থেকে বিরতি নিলেও এখন আবার অভিনয়ে ফিরেছেন অপরাজিতা।
site