• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুনের মত নরম তুলতুলে থাকবে সব লেপ, কম্বল সোয়েটার, রইল শীতবস্ত্র তুলে রাখার সঠিক উপায়

শীতের সময় লেপ, কাঁথা কিংবা কম্বল (Winter Blankets) সবাই ব্যবহার করেন। এগুলো না হলে ঠান্ডায় টেকা দায় হয়ে যাওয়ার জোগাড় হয়। কিন্তু ঠান্ডা চলে যেতে শুরু করলেই শীতবস্ত্রের মত লেপ, কম্বলকেও টাটা বাই বাই বলতে হয়। আসছে বছর আবার হবে মত করে তুলে রেখে দিতে হয় সব। কিন্তু বছরের পর বছর যাতে লেপ, কম্বল থেকে শীতবস্ত্র ভালো থাকে তার জন্য সঠিক ভাবে রাখার উপায় (Cleaning Winter Sweaters and Blankets) জানা খুবই প্রয়োজন।

কোনোমতে দলা পাকিয়ে যদি একবছরের জন্য লেপ, কম্বল তুলে রেখে দেওয়া হয় তাহলে তা মোটেই ভালো থাকে না। তাছাড়া অনেক সময় কয়েক বছরেই ব্যবহারের অযোগ্য হয়ে যায়। পরের বছর নামলেই বিকট গন্ধ হয়ে যায়। তবে চিন্তা নেই, আজ বংট্রেন্ডের পর্দায় আপনাদের জন্য শীতবস্ত্র থেকে লেপ, কম্বল গুছিয়ে তুলে রাখার সঠিক উপায় নিয়ে হাজির হয়েছি। চলুন একে একে জেনে নেওয়া যাক পদ্ধতিগুলো।

   

Blankets

সোয়েটার পরিষ্কারের উপায় : শীতকাল মানেই জামার ওপর ঠান্ডা আটকানোর জন্য সোয়েটার ব্যবহার করা হয়। ঠান্ডার মরশুম শেষ হলে তুলে রাখার আগে সোয়েটার ভালো করে কেচে পরিষ্কার করে নিতে হবে। তবে সাধারণ ডিটারজেন্ট কিন্তু মোটেই না, বদলে শ্যাম্পু বা সোয়েটারের জন্য আলাদা করে লিকুইট ডিটারজেন্ট পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে। তারপর রোদে ২-৩ দিন ভালো করে শুকিয়ে ন্যাপথলিন দিয়ে তুলে রাখতে হবে।

Cleaning Winter Sweters and blankets

লেপ পরিষ্কারের সঠিক পদ্ধতি : লেপ বলতে মূলত লাল রঙের শিমূল তুলো দিয়ে তৈরী লেপকেই বোঝানো হয়। এগুলি মোটেই ধোয়া উচিত নয়, বরং ভালো করে রোদে দিয়ে নিতে হবে। এছাড়াও লেপকে সাধারণত কভারের সাথে ব্যবহার করা হয়, তাই তুলে রাখার আগে কভারকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তারপর ন্যাপথলিন দিয়ে তুলে রাখতে হবে।

কম্বল পরিষ্কার করার সঠিক পদ্ধতি : কম্বলকে মূলত ড্ৰাই ওয়াশ করানো হয়। তবে মোটা টাকা খরচ করে ড্ৰাই ওয়াশ করানোর বদলে বাড়িতেই শ্যাম্পু জলের মধ্যে আধাঘণ্টা ভিজিয়ে জল ঝরিয়ে শুকনো করে নিলেই হয়ে যায়। তুলে রাখার আগে ভালো করে রোদ খাইয়ে নিতে হবে। তরপর ভাঁজের মধ্যে ন্যাপথলিন দিয়ে তুলে রাখতে হয়।

কাঁথা পরিষ্কার করার সঠিক উপায় : লেপ কম্বল যেমন ব্যাপক শীতে সম্বল তেমনি হালকা ঠান্ডায় কাঁথা দারুন কাজে দেয়। আর বাকিদের তুলনায় এগুলো পরিষ্কার করা অনেকটাই সহজ। মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিলেই হয়।

site