টলিউডের (Tollywood) সুপারহিট জুটির (Superhit Jodi) কথা উঠলে প্রথমেই আসে জিৎ-কোয়েলের (Jeet-Koel) নাম। ২০০৩ সালে পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) আবিষ্কার করেছিলেন এই জুটিকে। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁদের। একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সব সিনেমা। তবে বেশ কিছু বছর হয়ে গেল একসাথে আর সিনেমায় দেখা যায় না টলিউডের সুপারহিট জুটিকে।
যা নিয়ে রটেছে অসংখ্য গুজব-ও। রাজ চক্রবর্তীর ‘শেষ থেকে শুরু’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছে এই ব্লকবাস্টার জুটিকে। তবে তাঁদের একসাথে দেখার জন্যএখনও অপেক্ষায় রয়েছেন দর্শক। আজ ভ্যালেন্টাইন্স ডেতে বং ট্রেন্ডের পাতায় থাকলো এই জনপ্রিয় জুটির সুপারহিট সব সিনেমার তালিকা।
১.নাটের গুরু (Nater Guru): দেখতে দেখতে কেটে গিয়েছে দু’দশক। আজ থেকে ২০ বছর আগে ২০০৩ সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত নাটের গুরু সিনেমায় প্রথম বার একসাথে জুটি বেঁধেছিলেন টলিউডের সুপারহিট জুটি জিৎ-কোয়েল। প্রসঙ্গত এটাই ছিল কোয়েল অভিনীত প্রথম বাংলা সিনেমা। আর প্রথম সিনেমাতেই জীতের বিপরীতে জুটি বেঁধে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন কোয়েল।
২. শুভদৃষ্টি (Subhadrishti): বাংলার জপ্রিয় পরিচালক প্রভাত রায় পরিচালিত শুভদৃষ্টি। পারিবারিক এই সিনেমায় জিৎ কোয়েলের অভিনয় আজও চোখে লেগে রয়েছে বাংলার সিনেমা প্রেমী দর্শকদের। এই সিনেমার গল্প থেকে গান থেকে ব্যাপক সাড়া ফেলেছিল গোটা বাংলায়। এমনকি আজও অনেক বিয়ে বাড়িতে শোনা যায় শুভদৃষ্টি সিনেমারগান গুলি।
৩. বন্ধন (Bandhan): রবি কিনাগী পরিচালিত ‘বন্ধন’ সিনেমায় হারিয়ে যাওয়া ভালোবাসাকে নতুন রূপে ফিরে পাওয়ার গল্প শুনিয়েছিলেন জিৎ কোয়েল। এই সিনেমায় তাঁদের নজরকাড়া রসায়ন আজও ভোলেননি দর্শক।
৪. হিরো (Hero): জনপ্রিয় পরিচালক স্বপন সাহা পরিচালিত সিনেমা হিরো। কলেজ লাইফের প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর ভাবে ফুটে উঠেছিল এই সিনেমায়।
৫.সাত পাকে বাঁধা (Sat Pake Bandha):
সাউথের ‘পবিত্র বন্ধম’ সিনেমার বাংলা রিমেক হয়েও দর্শকমহলে ঝড় তুলেছিল সুজিত মণ্ডল পরিচালিত সিনেমা ‘সাত পাকে বাঁধা’। সিনেমায় নায়ক নায়িকার সম্পর্কের টানাপোড়েন দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিইলেন জিৎ কোয়েল।
৬. ১০০% লাভ (100% Love):
রবি কিনাগীর পরিচালিত ‘১০০% লাভ’ সিনেমায় ফের একবার দর্শকদের মন জয় করে নিয়েছিল জিৎ-কোয়েল জুটির ম্যাজিক। এবিশেষ করে এই সিনেমার টাইটেল ট্র্যাক ১০০% লাভ আজও দারুন জনপ্রিয় দর্শকমহলে।