টলিউডের (Tollywood) অত্যন্ত চর্চিত একজন অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বরাবরই অভিনয় জীবনের তুলনায় নিজের ব্যক্তিগত জীবনের কারণে অধিক চর্চায় থেকেছেন এই টলি সুন্দরী। মাঝেমধ্যেই নানান বিষয়কে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। বিশেষ করে বিয়ে নিয়ে শ্রাবন্তীর বিয়ে কিংবা প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে তুমুল ট্রোলিং।
এদিন ফের একবার শিরোনামে এলেন অভিনেত্রী। তবে এবার অভিনেত্রীর শিরোনামে আসার কারণ সম্পূর্ণ আলাদা। আর এবার শ্রাবন্তী শিরোনামে এসেছেন তার ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় (Abhimanyu Chatterjee) ওরফে ঝিনুককে কেন্দ্র করে।সোমবার রাতে শ্রাবন্তীর গুণধর ছেলে আবাসনের বাসিন্দার সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। ছেলের বিপদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকেননি অভিনেত্রী নিজেও।
ঝিনুকের ওপর হামলার করার চেষ্টা হয়েছে শুনে অভিনেত্রী সটান চলে গিয়েছিলেন প্রতিপক্ষের বাড়িতে। তবে অভিনেত্রী একা যাননি তার সঙ্গে ছিলেন আরো একজন। হ্যাঁ ঠিকই ধরেছেন এদিন অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার চর্চিত প্রেমিক তথা জিম ট্রেনার। সেখানে প্রতিপক্ষ আবাসনবাসীর সাথে রীতিমত কোমর বেঁধে ঝগড়া করতে চলে যান অভিনেত্রী।
এমনকি শোনা যাচ্ছে সেখানে গিয়ে ঝামেলা থেকে শুরু করে ছোটখাটো রকমের হাতাহাতিও হয় তাদের মধ্যে। কিন্তু টলিউড অভিনেত্রী বলে কিন্তু ছেড়ে কথা বলেননি প্রতিপক্ষ আবাসনের বাসিন্দারাও। তাদের ছেলের গায়ে হাত উঠেছে বলে কথা। তাই থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তারাও। জানা গিয়েছে তারা অভিযোগ জানাতে গিয়েছিলেন আনন্দপুর থানায়। যদিও কোন অভিযোগ বা এফআইআর দায়ের হয়নি বলেই খবর।
পরবর্তীতে ঘটনাটা যাতে বেশি বাড়াবাড়ি পর্যায়ে না যায় তাই দুপক্ষের মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ রেখে মিটমাট করিয়ে দেওয়া হয় বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও একাধিকবার শ্রাবন্তীর ছেলের বিরুদ্ধে ঝামেলায় জড়ানোর অভিযোগ উঠেছে। প্রসঙ্গত দক্ষিণ কলকাতার অভিজাত ওই আবাসনে শ্রাবন্তীর প্রতিবেশী হলেন টলিউডের সেলিব্রেটি জুটি শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তী।