এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত বাংলা সিরিয়াল (Bengali Serial) হল গুড্ডি (Guddi)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির (Leena Ganguly) লেখা এই সিরিয়ালের নায়ক নায়িকা গুড্ডি আর অনুজের (Anuj) খোলামেলা পরকীয়া (Extra Marital Affair) দেখে দর্শকদের বিরক্তির শেষ নেই। যার জেরে ইতিপূর্বে বহুবার সিরিয়াল বয়কট করারও ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
প্রথমদিকে নায়ক অনুজের (Anuj) সাথে দুই নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin) ত্রিকোণ প্রেম দেখা গিয়েছিল। পরবর্তীতে যা মাত্রাও ছাড়িয়ে যায়। এখন যদিও গুড্ডির জীবনে এসেছে নতুন নায়ক যুধাজিৎ। নানান নাটকীয় পরিস্থিতির মধ্যেই দিয়েই বিয়েও হয়ে গিয়েছে গুড্ডি আর যুধাজিৎ-এর। যদিও তাঁরা স্বামী-স্ত্রী শুধু বাইরের মানুষের কাছে। বন্ধ দরজার ভিতরে তাদের সম্পর্কটা এখন শুধু এক অদ্ভুত বোঝাপড়ার মধ্যে দাঁড়িয়ে।
অন্যদিকে শিরিন এখন গর্ভবতী। তাঁর দাবি তাঁর গর্ভে অনুজের সন্তান রয়েছে। এসবের মধ্যেই চাকরিতে বদলি হয়ে গিয়েছে অনুজের। তাই বাড়ি থেকে গোটা পরিবার থেকে এখন সে দূরে চলে যাচ্ছে। সেইসাথে শিরিনকে সে রেখে এসেছে বাপের বাড়িতে। আবার গুড্ডিও নতুন চাকরি পেয়ে যুধাজিৎ আর শশুরবাড়ি ছেড়ে চাকরিতে যোগ দিতে চলে যাচ্ছে।
এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে গুড্ডির জীবনের নতুন অধ্যায় শুরুর ঝলক। যেখানে দেখা যাচ্ছে স্বপ্ন পূরণ করে এখন বড় অফিসার হয়েছে গুড্ডি। পরনে তার পুলিশের উর্দি চোখে রোদচশমা। গাড়ি থেকে নেমে সে সোজা এগিয়ে চলেছে মঞ্চের দিকে। জেলার এসপি হয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছে সে। এখন সে কাজ করে ডিআইজি অনুজের অধীনে।