জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল (New Serial) ‘সোহাগ জল’ (Sohag Jol)। দূরে গিয়ে কাছে আসার এই গল্পে নায়িকা জুঁইয়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং নায়ক শুভ্রর চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেতা হানি বাফনাকে। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন প্রথম থেকেই এই ধারাবাহিকে দেখা যাচ্ছে পরকীয়ার (Extra Marital Affair) ট্র্যাক।
এতদিন দর্শক দেখেছেন শুভ্র ঠাকুরপোর প্রতি তাঁর বিধবা বেনী বৌদির দুর্বলতার কথা । তাই কখনও না বলেই সে আড্ডা মারতে চলে আসে শুভ্রর ঘরে আবার কখনও জুঁইয়ের অপছন্দ জেনেও লুকিয়ে সিগারেটের প্যাকেট এগিয়ে দেয় ঠাকুরপোর সামনে। প্রসঙ্গত সোহাগ জলের শুরুতেই শুভ্র আর জুঁইয়ের বিয়ে দেখেছেন দর্শক।
অন্যদিকে জুঁইয়ের বুদ্ধিতেই ধরা পড়েছে তার দাদা জয়শঙ্করও। এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের আসল ট্র্যাক। শুভ্রকে দেওয়া কথা অনুযায়ী সত্যি সামনে আসতেই বিয়ের মেয়াদ শেষ করে ডিভোর্স পেপার দিয়ে শশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে জুঁই। এই কোটা দিনেই দুজনে দুজনকে ভালোবেসে ফেললেও মনের কথা মুখে আন্তে পারছে না।
এরইমধ্যে সিরিয়ালে এসেছে একটি ধামাকা দাড় টুইস্ট। দেখা যাচ্ছে ওই বিধবা বেনী বৌদি গর্ভবতী হয়ে পড়েছে। আর তার সেই গর্ভের সন্তান শুভ্রর দাদার। যে নিজেও বিবাহিত। বাংলা সিরিয়ালের এমন নিন্ম রুচির ট্র্যাক দেখে খেপে লাল দর্শক। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল ট্রোলিং। কেউ লিখেছেন ‘দেখুন দুপুর ঠাকুরপো। সোম থেকে রবি রাত ৯ টা। জি বাংলা’। হ্যাশট্যাগ বেনী বৌদি।
অপর একজন লিখেছেন ‘আমি আর হাসতে পারছি না ভাই। সোহাগ জলে বেনী বৌদি পেটে বাচ্চা আর সেই বাচ্চার বাবা হচ্ছে শুভ্রর আরেক ভাই। ওই ভাইয়ের বউ যখন বাপের বাড়ি যেত তখন নাকি সে বেনী বৌদির ঘরে যেত মাঝরাতে আর বেনী বৌদি ও দরজা খুলে অপেক্ষা করত। নোংরামির সীমা পার করে ফেলেছে এই “পরকীয়ার জল”।’