বয়স বেশিদিন না হলেও এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। শুরুতেই শাশুড়ি বৌমার কূটকচালি দেখিয়ে আসছে এই সিরিয়াল। যা নিয়ে দর্শকদের কম সমালোচনার মুখে পড়েননি এই সিরিয়ালের নির্মাতারা। কিন্তু গল্প এগোনোর সাথে সাথেই সিরিয়ালের নায়িকা পর্ণা মন জয় করে নিয়েছে দর্শকদের।
ধারাবাহিকে নায়িকা পর্ণার (Parna) চরিত্রে টেলি অভিনেত্রী পল্লবী শর্মার (Pallavi Sharma) নিখুঁত অভিনয় ইতিমধ্যেই দর্শকমহলে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। অন্যদিকে নায়ক সৃজনের (Srijan) চরিত্রে অভিনেতা রুবেল দাসের সাবলীল অভিনয় দারুন ছাপ ফেলেছে দর্শকমহলে। তাই সারাক্ষণ মায়ের কথায় উঠতে বসতে থাকা সৃজন ইতিমধ্যেই পেয়েছে ‘ভেঁড়া’-র তকমাও।
বিশেষ করে শাশুড়ি বৌমার পুরনো সেই কূটকচালি আর নিয়মের বেড়াজাল ভেঙে নতুনকে সাদরে গ্রহণ করার বিষয়টিই হয়ে উঠেছে এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি। তাই দর্শকদের বিশ্বাস দেরিতে হলেও একমাত্র দত্তবাড়ির বৌমা পর্ণাই পারবে বদ্ধমূল ধ্যানধারণার খোলস ছেড়ে আধুনিকতার মোড়কে সুন্দর-স্বচ্ছ চিন্তাভাবনাকেই দত্ত বাড়িতে পৌঁছে দিতে।
প্রসঙ্গত সামনেই ভ্যালেন্টাইন্স ডে। তাই শহরজুড়ে এখন প্রেমের মরশুম। এবার সেই ভালোবাসার ছোঁয়া লাগতে চলেছে জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালের সৃজন-পর্ণার জীবনে। এরইমধ্যে এসে গিয়েছে এই সিরিয়ালের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল (Valentine’s Day) নতুন প্রোমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে বাংলার সেরা জুটি প্রতিযোগিতায় প্রথম হয়েছে সৃজন পর্ণা।
যা দেখে রগে গা জ্বলে যাচ্ছে বাবুর মায়ের। এরপরেই সৃজন পর্ণাকে বলা হয় ভরা মঞ্চেই বাড়ির লোকের সামনে পর্ণাকে টাইট হাগ করতে। যা শুনে পর্ণা বেশ চমকে গিয়ে বলে ‘এখানে টাইট হাগ?’ তখন দর্শক আসন থেকেই ঠাম্মি চিৎকার করে বলতে থাকে ‘হোক হোক’। এরপরেই দেখা যায় সৃজন পর্ণা দুজনেই বেশ লজ্জা লজ্জা মুখে একে অপরকে জড়িয়ে ধরে।
অন্যদিকে ঠাম্মি দুহাতে চোখ ঢেকেছে নিজের। সৃজনের বাবাও একহাতে নিজের এবং আর এক হাতে ‘বাবুউর মা’য়ের চোখ ঢেকে রেখেছে। যা এক ঝটকায় সরিয়ে কৃষ্ণা বলে ওঠে ‘হেসে নাও পর্ণা, এটাই তোমার শেষ হাগ’। যা দেখে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু করে দিয়েছেন নেটিজেনরা। এমনই একজন লিখেছেন ‘অবাক মাইরি শাশুড়ি ওর বড় কে জড়িয়ে ধরে না নাকি’।