• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক্কা দোক্কায় ‘মোহর ম্যাজিক’! প্রতীক সোনামনি জুটি ফিরছে শুনেই উচ্ছসিত ভক্তরা

Updated on:

Ekkd Dokka Pratik Sen enters in Radhikas Life viewers say Shankho Mohor duo is back

দর্শকদের দাবি মেনে অবশেষে টেলিভিশনের পর্দায় ফিরছে প্রতীক-সোনামণির (Pratik-Sonamoni) ‘সোনাতিক’ (Sonatik) ম্যাজিক। অর্থাৎ ফের একবার বাংলা সিরিয়ালের জনপ্রিয় ‘মোহদীপ’ (Mohodeep) জুটির রসায়ন ফিরে পেতে চলেছেন দর্শক। প্রসঙ্গত দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল স্টার জলসার ‘মোহর’ সিরিয়াল। টিভির পর্দায় সম্প্রচার শেষ হওয়ার পরেও এই সিরিয়াল নিয়ে দর্শকদের মাতামাতির অন্ত নেই। তাই আজও  দর্শকমহলে সমান জনপ্রিয় এই সিরিয়ালের নায়ক নায়িকাশঙ্খ-মোহর (Shanka-Mohor) জুটি।

ধারাবাহিকে মোহর চরিত্রের সোনামণি সাহা এবং শঙ্খ স্যারের চরিত্রে প্রতীক সেনের অভিনয় আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। তাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এতদিন পরেও এই জুটিকে খুবই মিস করেন দর্শক। প্রসঙ্গত মোহর অভিনেত্রী সোনামণি এই মুহূর্তে অভিনয় করছেন স্টার জলসার ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে। এই ধারাবাহিকে সোনামণির চরিত্রের নাম রাধিকা। তাঁর বিপরীতে পোখরাজ চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেতা সপ্তর্ষি মৌলিক।

Viewers dont want to see mohor anymore

অন্যদিকে মোহর শেষ হওয়ার পর প্রতীক সেনকে ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে দেখা গেলেও কম টিআরপির কারণে কিছুদিন আগেই শেষ হয়েছে সেই সিরিয়ালের সফর। এরই মধ্যে শোনা যাচ্ছে মোহর শঙ্খ জুটির মূল কারিগর যিনি ছিলেন অর্থাৎ লেখিকা লীনা গাঙ্গুলী তিনি আবার পর্দায় মোহর শঙ্খ জুটিকে ফিরিয়ে আনতে চলেছেন।

Pratik Sen in Khokababu Serial and Mohor Serial

আর সেটা কিভাবে? আসলে সদ্য এসে গিয়েছে একটা বড়সড় আপডেট। প্রসঙ্গত এক্কা দোক্কা সিরিয়ালের যারা নিয়মিত দর্শকরা তারা ইতিমধ্যেই নিশ্চই রাধিকার মুখে ডক্টর গুহ নামটি শুনেছেন। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ডক্টর গুহ চরিত্রেই  এক্কা দোক্কা  সিরিয়ালে এন্ট্রি হতে চলেছে প্রতীক সেনের।

Radhika Pokhraj romance in between study

এপ্রসঙ্গে বিস্তারিত কিছু জানা না গেলেও সম্প্রতি টিভি নাইন বাংলায় খোদ লেখিকা লীনা গাঙ্গুলী জানিয়েছেন ‘আমি মোহর শঙ্খ জুটিটাকে এক্কা দোক্কা সিরিয়ালে ফিরিয়ে আনছি। কিন্তু অন্যরকম ভাবে।  রাধিকা পোখরাজের সম্পর্ক কিন্তু ভাঙতে আসছে না ডক্টর গুহ। অনেক সময় তো সম্পর্ক জোড়া লাগাতেও আসেন কিছু মানুষ সেই লোকটাই আমার মোহর শঙ্খ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥